প্রয়াত বাংলাদেশের সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন । শনিবার রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। স্বামী এবং চার সন্তান রয়েছে তাঁরা। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন ফরিদা পারভিন। সপ্তাহে দু’দিন ধরে তাঁকে ডায়ালিসিস করাতে হচ্ছিল।
গত ২ সেপ্টেম্বর ঢাকার মহাখালির ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু ডায়ালিসিসের পর ফরিদা পারভিনের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে হাসপাতালের আইসিইউ-তে রেখে চিকিৎসা চলছিল। গত বুধবার থেকে ভেন্টিলেশনে ছিলে। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সত্তরোর্ধ্ব ফরিদা পারভিন চলে যান ‘না ফেরার দেশে’।
ফরিদা পারভিনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে দেহ শায়িত ছিল রবিবার দিনভর। দুপুরে সর্বস্তরের মানুষ তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। তারপর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে জানাজার পর মরদেহ নেওয়া হয় কুষ্টিয়ায়। শিল্পীর ইচ্ছা অনুযায়ী গায়িকাকে দাফন করা হবে কুষ্টিয়ার পৌর কবরস্থানে, মা–বাবার কবরের পাশে।
কিডনি জটিলতা ও ডায়াবেটিস-সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বছর একাত্তরের ফরিদা পারভীন। চলতি বছর তিনবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ২ সেপ্টেম্বর মহাখালির ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।














