দুনিয়া

জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যতের ভোট নিশ্চিত করতে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ):
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবা করাকে একটি বড় কাজ হিসেবে উল্লেখ করে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে জনগণের সেবা করার আহ্বান জানিয়ে বলেছেন, এটি তাদের ভবিষ্যত ভোট নিশ্চিত করবে।
তিনি বলেন, ‘ আপনারা জনগণের ভোটে নির্বাচিত। জনগণের সেবা যদি আপনারা নিশ্চিত করতে পারেন ভবিষ্যতে আপনাদের ভোটের কোন চিন্তা থাকবে না। মানুষই আপনাদের ওপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে।’
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (৪ এপ্রিল, ২০২৪ ইং) সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে দুই সিটি কর্পোরেশন- কুমিল্লা ও ময়মনসিংহের নবনির্বাচিত মেয়র এবং পাঁচ জেলা পরিষদের চেয়ারম্যান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন।
স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘জনগণের আস্থা ও বিশ্বাস কোনোভাবেই হারাবেন না। তাই তাদের পাশে দাঁড়িয়ে সেই অনুযায়ী মানুষের জন্য কাজ করুন।’
তাঁর সরকার দেশের প্রতিটি এলাকার উন্নয়ন করেছে এবং তৃণমূলের মানুষকে ঘিরেই এই উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা জনপ্রতিনিধিদের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে কাজ করার এবং বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
সরকার প্রধান বলেন, ‘ইতোমধ্যে দেশের ব্যাপক উন্নতি হয়েছে। যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই পরিবর্তন ধরে রেখে আরো উন্নতি করতে জনগণের কাছে দেওয়া ওয়াদা আপনাদের রক্ষা করতে হবে।’
‘জনগণকে উন্নত সেবা প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিকল্পিত নগরী গড়ে তোলা তাঁর সরকারের লক্ষ্য,’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি ‘আমার গ্রাম, ‘আমার শহর।’ অর্থাৎ গ্রামের মানুষ সকল নাগরিক সুবিধা পাবে। তিনি উল্লেখ করেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্নাতক অর্জন কার্যকর
প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে আন্তরিকতার সাথে জনগণের পাশে দাঁড়ানোর, তাদের সেবা করার এবং আর্থ-সামাজিক উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’
দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সজাগ থাকার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি, মাদক , জঙ্গিবাদ-সন্ত্রাসের পথ থেকে সবাই যেন দূরে থাকে, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।’
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র তাহসিন বাহার সুচনা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র একরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ- এই পাঁচ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
পাঁচটি জেলা পরিষদের চেয়ারম্যানরা হলেন-: কুড়িগ্রামের এ এন এম ওবায়দুর রহমান, ঠাকুরগাঁওয়ের আবদুল মজিদ, সিরাজগঞ্জের শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার বিল্লাল মিয়া ও হবিগঞ্জের আলেয়া আক্তার।
পরে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ৪৪ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।
গত ৯ মার্চ সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বিজয়ী হন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সুচনা। তিনিই কুমিল্লার প্রথম নির্বাচিত নারী মেয়র হলেন।
একই দিনে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন একরামুল হক টিটু।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্য নিয়েই কাজ করে। সবার আগে যেটা দরকার, তা হচ্ছে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা। একমাত্র আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে, তখনই এই দেশের মানুষ অন্তত পক্ষে এইটুকু পেয়েছে- সরকার জনগণের শোষক নয়, সেবক হিসেবেই কাজ করে। যার কারণে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে।
তিনি বলেন, গত ১৫ বছরে আমি অন্তত এইটুকু দাবি করতে পারি, বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ। যার বয়স ১৫ বছর, সে হয়তো ভাবতেও পারবে না যে, ১৫ বছর আগে অর্থাৎ ২০০৯ সালের আগের বাংলাদেশ কী অবস্থায় ছিল? বাংলাদেশে সেখান থেকে অনেক পরিবর্তন এসেছে।
সরকার প্রধান বলেন, আমাদের প্রবৃদ্ধির হার বেড়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আমরা পাঁচ গুণ বৃদ্ধি করেছি। সবচেয়ে বড় কথা দারিদ্র্যের হার আমরা পেয়েছিলাম ৪১ দশমিক ৫১ শতাংশ। সেখান থেকে কমিয়ে আমরা ১৮ দশমিক ৭ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য ছিল যে, অন্তত আমরা ১৬ বা ১৭ শতাংশের নামিয়ে আনব। যেটা আন্তর্জাতিক মানদ-ের একটি গ্রহণযোগ্য অবস্থান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা তা-ও করতে পারতাম, যদি কভিড-১৯ এর মহামারি না দেখা দিত। আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি না হতো, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির কারণে প্রত্যেকটা খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে। ভোজ্য তেলের দাম বেড়ে গেছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে। এইগুলো যদি না হতো, আমরা কিন্তু আরও দ্রুত এগিয়ে যেতে পারতাম। আমাদের দারিদ্র্যের হার আরও কমাতে পারতাম।
অতি দরিদ্র প্রায় ২৫ ভাগের ওপরে ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেটা আমরা ৫ দশমিক ৬ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এত দ্রুত অতি দরিদ্রের হার কমানো, আমার মনে হয় বিশ্বের অন্য কোনো দেশ এটা পারেনি। আমরা লক্ষ্য স্থির করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশে কেউ আর ভূমিহীন-গৃহহীন থাকবে না, অতি দরিদ্র বলে কেউ থাকবে না।
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তাঁর সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখান থেকে চিকিৎসা সেবার পাশাপাশি ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
কমিউনিটি ক্লিনিক থেকে জনগণ যাতে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পেতে পারে, সেদিকে তিনি জনপ্রতিনিধিদের লক্ষ্য রাখতে বলেন।
পাশাপাশি তিনি বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হবার এবং প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে চাষের আওতায় আনার মাধ্যমে খাদ্যোৎপাদন বাড়াতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার জন্যও জনপ্রতিপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সতর্কতার অংশ হিসেবে তিনি দেশের নদী-নালা, খাল, বিলসহ বিভিন্ন জলাশয় সংরক্ষণ করা এবং পানির প্রবাহকে অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার লক্ষ্যে জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দেন।
শেখ হাসিনা উল্লেখ করেন, তাঁর সরকার স্থানীয় সরকার খাতে বাজেট বরাদ্দ ৮ গুণের বেশি বাড়িয়েছে। কারণ, বিএনপি’র শাসনামলে ২০০৬-০৭ অর্থবছরে বরাদ্দ ছিল মাত্র ৫,৭৯৯.৩৬ কোটি টাকা, যা বর্তমানে ৪৬,৭০৪ কোটি টাকা।
সরকার প্রধান বলেন, প্রতিটি এলাকায় উন্নয়ন হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
‘কাজেই, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং কাজের মান বজায় রাখার জন্য আপনাদের কাজ করা উচিত,’ বলেন তিনি।

Recent Posts

প্রযুক্তির সম্প্রসারণে বিসিএসআইআর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’র গবেষণা চুক্তি স্বাক্ষরিত

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের মাঝে প্রযুক্তির সম্প্রসারণ ও… Read More

11 hours ago

বাংলাদেশের নাটোর জেলার সাইল কোনা বাজারে ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা আদায়

ফরহাদ হোসেন, নাটোর (বাংলাদেশ): বাংলাদেশের বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক এর অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক, নাটোর এবং… Read More

1 day ago

বাংলাদেশীদের জন্য আরও সহজ হচ্ছে ভারতীয় ভিসা প্রক্রিয়া : নানক

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং ভিসা ব্যবস্থা আরও সহজ করতে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা… Read More

2 days ago

ওপার বাংলার স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট! মন্ত্রণালয় থেকে সতর্কতা জারি

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন’র সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এ… Read More

2 days ago

ঢাদসিক’র আয়োজনে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করলেন সি৪০ সিটিজ প্রতিনিধিদল

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)’র আয়োজনে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছে সি৪০ সিটিজ (C40 cities) এর… Read More

3 days ago

বাংলাদেশ বিমান বাহিনী’র বিশেষ শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’র উদ্বোধন

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুল ব্লু স্কাই এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৩ মে, ২০২৪… Read More

3 days ago

বাংলাদেশে চামড়া শিল্পখাতের উন্নয়নে টাস্কফোর্স কমিটির ৭ম সভা অনুষ্ঠিত

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চামড়া শিল্পখাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘ মেয়াদি করণীয় নির্ধারণ করা… Read More

5 days ago

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার (৯ মে, ২০২৪… Read More

1 week ago

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বশেফমুবিপ্রবি’র গবেষণা চুক্তি স্বাক্ষরিত

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)’র… Read More

1 week ago

দু’দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায়

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): দু’দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বুধবার (৮ মে, ২০২৪ ইং) সন্ধ্যায়… Read More

1 week ago

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল’র সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময়

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): ‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিল’র সাথে ‘ঝিকুট ফাউন্ডেশন’র নেতৃবৃন্দদের সঙ্গে বুধবার (৮ মে, ২০২৪ ইং) বিকেল ৪টায় জাতীয়… Read More

1 week ago

দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি শিশুর টিকাপ্রাপ্তির জন্য অঙ্গীকারবদ্ধ

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ)ঃ বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, শিশু ও মাতৃমৃত্যু রোধে টিকাদান… Read More

1 week ago

জনগণকে নিরপেক্ষভাবে সেবা প্রদান করুন, নবীন পুলিশদের প্রতি ওপার বাংলার আইজিপি

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে… Read More

1 week ago

এসএসসিতেই বহাল চাকরি! সুপ্রিম-রায়ে খুশি শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: আজকে প্রমাণিত হয়েছে, সত্যেরই জয় হয়, সুপ্রিম কোর্টে রায়ের পর বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে বার্তা, 'যে যোগ্য… Read More

1 week ago

সকল কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন ঢাদসিক মেয়র

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ)ঃ বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত সকল কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন… Read More

1 week ago

ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায় : বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রী

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ)ঃ বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দুইদিনের জ্বরে আমার মা ডেঙ্গুতে… Read More

1 week ago

ওপার বাংলার কামরাঙ্গীরচর থেকে উচ্ছেদ কান্ডে যা জানালেন মেয়র তাপস

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশের কামরাঙ্গীরচরে বসবাসরত কাউকে উচ্ছেদ করা হবে না বলে আশ্বস্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক)… Read More

2 weeks ago

তাপমাত্রাজনিত স্বাস্থ্যঝুঁকি গাইডলাইন সারাদেশে ছড়িয়ে দিতে বললেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, এই তাপপ্রবাহ এইবারই শেষ নয়।… Read More

2 weeks ago

দেশের সকল মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ

ফরহাদ হোসেন: জাতিসংঘ সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশনে প্রদত্ত ভাষণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: রোকেয়া… Read More

2 weeks ago

নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি… Read More

2 weeks ago

ভুল চিকিৎসার অজুহাতে যে আক্রমণ হয় তা ন্যক্কারজনক বললেন বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী

ফরহাদ হোসেন, ঢাকা (বাংলাদেশ): বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসা বলার অধিকার কারও… Read More

2 weeks ago

প্রচারে বেরিয়ে আর খাব না! জানিয়ে দিলেন রচনা

শুক্রবার চন্দননগর বিধানসভা কেন্দ্রে প্রচার ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন রচনা ব্যানার্জি। তিনি চন্দননগর পূর্ণিগামের 1 নং ওয়ার্ড থেকে 10… Read More

3 weeks ago

বিহারের জনসভা থেকে কংগ্রেস এবং আরজেডিকে তোপ দাগলেন মোদি!

ব্যালট ব্যবহার না করে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ইভিএমের সাথে 100 শতাংশ ভোটার ভেরিফাইয়েবল পেপার… Read More

3 weeks ago

ভোটের দিন প্রশ্নের মুখে মেজাজ হারালেন দার্জিলিংয়ের রাজু বিস্তা!

দার্জিলিংয়ে ভোটের দিন বিক্ষোভের সময় মেজাজ হারিয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তাকে এলাকার উন্নয়নের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। এবং বিধায়ক… Read More

3 weeks ago

সন্দেশখালি থেকে কী কী উদ্ধার করেছে NSG? জল্পনা রাজ্য জুড়ে

ভেড়ির আশেপাশের বিস্তীর্ণ এলাকা জমিতে ভরা ছিল। একই সময়ে সন্দেশখালীতে একটি প্রশ্নবিদ্ধ বাসভবনকে কেন্দ্র করে এক অনন্য পরিস্থিতির সৃষ্টি হয়।… Read More

3 weeks ago

কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন, ‘চাকরিখেকো মানুষ’ বলে কটাক্ষ করেছেন মমতা

এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। লোকসভা নির্বাচনের আগে আদালতের নির্দেশ নিয়ে হৈচৈ। এই… Read More

3 weeks ago

“আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না”, বললেন প্রধানমন্ত্রী!

মালদা সভায় ভিড় ছিল অনেক বড় এবং উত্সাহী, লোকেরা "মোদী, মোদী, মোদী" বলে স্লোগান দিচ্ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিক্রিয়া দেখে… Read More

3 weeks ago

ওএমআর সংরক্ষণের নিয়ম বদল করা হয়েছিল পার্থর সময়ে! দায় ঝাড়লেন ব্রাত্য

২৫ হাজারেরও বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তাপমাত্রা। নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট এই রায়… Read More

3 weeks ago

কাকে ফোন করে সাহায্য চাইলো জগদ্ধাত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"। জগদ্ধাত্রী কাজে গিয়ে তার যখন মন খারাপ সাধুদা তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। জগদ্ধাত্রী… Read More

3 weeks ago

আপত্তি রয়েছে গদ্দার শব্দে! মিঠুনদা-কে প্রয়োজনে কিডনিও দিতে পারি, জানালেন দেব

টলিউড সুপারস্টার দেব তার দশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে দেখিয়ে দিয়েছেন সৌজন্য কাকে বলে? সাথে সাথে তিনি প্রতিপক্ষ দলের বিরুদ্ধে কখনোই… Read More

3 weeks ago

চাকরি বাতিলের রায়ে হতাশ শিক্ষকদের জন্য স্বস্তির খবর! রাজ্য দেবে এপ্রিলের বেতন

কলকাতা হাই কোর্টের রায়ে ২৬ হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় তীব্র হতাশায় ভুগছিলেন তারা। কিন্তু এবার… Read More

3 weeks ago

অবশেষে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে তদন্ত শুরু করল নির্বাচন কমিশন!

রাজস্থানে প্রধানমন্ত্রী মোদির ধর্মীয় বিভেদমূলক মন্তব্যের অভিযোগ তদন্ত করছে নির্বাচন কমিশন। বিরোধীরা মোদির মন্তব্যে আপত্তি তুলেছে এবং নির্বাচন কমিশন পরিস্থিতি… Read More

3 weeks ago

লোকসভা ভোটে প্রার্থী হবেন জেলবন্দি খলিস্তানি নেতা অমৃতপাল সিং, বলছেন তার উকিল!

তার আহবানের জবাবে বিপুল সংখ্যক যুবক জড়ো হতো এবং তার সাথে সবসময় সশস্ত্র অনুসারী থাকত। শুধুমাত্র একটি অনুরোধের মাধ্যমে, তিনি… Read More

3 weeks ago

বিজেপি থেকে দলবদলের জন্য ১০ জন বিধায়ক পা বাড়িয়ে আছে, দাবী অভিষেকের!

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়েছেন। মুর্শিদাবাদে একটি সাম্প্রতিক নির্বাচনী বৈঠকের… Read More

3 weeks ago

রাজ্যজুড়ে তাপপ্রবাহের ইঙ্গিত : কলকাতায় কমলা, উত্তরবঙ্গে হলুদ এবং দক্ষিণবঙ্গে একাধিক জেলায় লাল সর্তকতা জারি!

দাবদাহ পুরো এপ্রিল মাস ধরে বাংলায় থাকবে, যখন পাঁচটি জেলার জন্য একটি লাল তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বেশিরভাগ… Read More

3 weeks ago

জগদ্ধাত্রীর মায়ের সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলে কৌশিকী! দু’জনের মিলন ঘটাতে পারবে কি সে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"। জগদ্ধাত্রী কাজ ছেড়ে বাড়ি আসতেই কৌশিকী তাকে ডেকে জানাই সেই এবং সমরেশ ছোট ভুলের জন্য… Read More

3 weeks ago

দেড় মাসে একটিও আবেদন পড়েনি CAA-তে! চিন্তিত কেন্দ্রীয় সরকার

গেরুয়া শিবির সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সিঁদুরে মেঘ দেখছে। ভোট বাক্স ভরাতে পারবে কিনা এই সংশোধিত আইন তা নিয়ে বেশ… Read More

3 weeks ago

মহিলা প্রার্থীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন অভিষেক! নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

বঙ্গ বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এখন কমিশনের কাছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদাহ দক্ষিণের মহিলা বিজেপি প্রার্থীকে… Read More

3 weeks ago

আপনি তো বিজেপির এজেন্ট! রচনাকে কটাক্ষ করায় সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে কিরণ দত্ত

ইউটিউবার কিরণ দত্ত, যিনি 'বং গাই' নামে পরিচিত, তাঁর বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে বিতর্ক শুরু হয়েছে।ভোটের আবহে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে… Read More

3 weeks ago

জগদ্ধাত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে রাজনাথ?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রী একজন পুলিশ অফিসার। তার স্বামী কৌশিকীও একজন পুলিশ অফিসার।… Read More

3 weeks ago

বৈদেহী অনেক বড় ক্ষতি করতে চলেছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর আজকের পর্বে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস রহস্যের জাল ভেদ করতে গিয়ে মল্লিকা দেবী গুলিবিদ্ধ… Read More

3 weeks ago

সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে ভোট দিলে পাওয়া যাবে চাউমিন ও মাঞ্চুরিয়ান! কোথায় হচ্ছে এমন ঘটনা?

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ড হবে আগামী শুক্রবার। মধ্যপ্রদেশের ইন্দোরে, যারা ভোট দেবেন তারা সকালে আইসক্রিমের… Read More

3 weeks ago

দেশের জন্য আমার মা নিজের মঙ্গলসূত্র উৎসর্গ করেছেন! মোদির মন্তব্যের প্রেক্ষিতে দাবি প্রিয়াঙ্কার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচন নিয়ে কংগ্রেস দলের পরিকল্পনার সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন যে তারা মুসলমানদের খুশি করার চেষ্টা করছে এবং… Read More

3 weeks ago

লোকসভা নির্বাচনের জন্য ৪০০ কোম্পানি সেনা এলো রাজ্যে!

প্রথম পর্যায়ে, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কেন্দ্রীয় বাহিনীর 263 টি কোম্পানি মোতায়েন ছিল। তৃতীয় পর্যায়ে কোম্পানির সংখ্যা 400 ছাড়িয়ে যাবে… Read More

3 weeks ago

পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তাপপ্রবাহের ইঙ্গিত: দুই মেদিনীপুর সহ বাঁকুড়া এবং বর্ধমানে লাল সতর্কতা জারি!

তাপপ্রবাহের কারণে বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। রবিবার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে,… Read More

3 weeks ago

জগদ্ধাত্রীর জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল কৌশিকী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"। জগদ্ধাত্রী জিজ্ঞাসাবাদ করায় এই তদন্তের আসল সত্যিটা জেনে গেল। প্রমিতা বসুর আসল চাল ধরে ফেলল… Read More

3 weeks ago

জগদ্ধাত্রীর বিরুদ্ধে নতুন চক্রান্ত করতে চলেছে মেহেন্দি! কী হবে এবার?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক "জগদ্ধাত্রী"। জগদ্ধাত্রী জিজ্ঞাসাবাদ করায় এই তদন্তের আসল সত্যিটা জেনে গেল। প্রমিতা বসুর আসল চাল ধরে ফেলল… Read More

3 weeks ago

মমতার বাড়ি ঘিরুন, এসএসসির রায়ের পর হুংকার দিলেন শুভেন্দু!

রাজ্যের ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল নিয়ে। জানা গিয়েছে সোমবার কলকাতা… Read More

3 weeks ago

আমার ৯০ সেকেন্ডের বক্তৃতায় ঘাবড়ে গেছে কংগ্রেস! কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

কংগ্রেস তথা গোটা ইন্ডিয়া জোর তার ৯০ সেকেন্ডের বক্তৃতাতেই ঘাবড়ে গিয়েছে বলে এমনটাই দাবি করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি… Read More

3 weeks ago

কংগ্রেসের হয়ে প্রচার করছেন আল্লু অর্জুন? ভিডিও ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে!

রাস্তা বেশ বিরাট ঠাসা। কিন্তু তার মধ্যেই দেখা গেল সুসজ্জিত রূপে পুষ্পা স্টার আল্লু আর্জুন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায়… Read More

3 weeks ago