Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পর্যটকদের জন্য সেজে উঠছে শুশুনিয়া

পর্যটকদের জন্য সেজে উঠছে শুশুনিয়া

শীতের মরশুম মানেই শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের ঢল। সেই ভিড়কে স্বাগত জানাতেই নতুন রূপে সেজে উঠছে শুশুনিয়া পাহাড়তলী। ঝর্ণাতলা থেকে পাহাড়তলী সর্বত্রই চলছে সাজসজ্জার কাজ। শুশুনিয়া ঝর্ণার আশপাশে রংতুলির স্পর্শে নতুন মাধুর্য এনে দিচ্ছেন শিল্পীরা। নরসিংহ মন্দির, শিবমন্দির এবং ঝর্ণাতলার সমুদ্রমন্থন থিমের শিল্পকর্মও নতুন করে রঙিন হয়ে উঠছে।

 

অন্যদিকে, পাহাড়কোলের দোকানগুলিও সাজিয়ে তুলছেন উদ্যোক্তারা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুনত্ব আনছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের আশা, প্রতিবছরের মতো এ বছরও হাজার হাজার পর্যটকে মুখরিত হবে শুশুনিয়া পাহাড়। শীতের ছুটিতে ঘুরতে আসা ভ্রমণপিপাসুদের জন্য প্রস্তুত শুশুনিয়া। প্রকৃতি, ইতিহাস আর সৌন্দর্যের মিলনে এই মনোরম পর্যটন কেন্দ্রে স্বাগত জানাচ্ছেন শুশুনিয়া পাহাড়তলীর মানুষজন থেকে ব্যবসায়ীরা।

READ MORE.....