Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আইজল বিমানবন্দর থেকে ভৈরবী-সাইরাং রেলপথের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আইজল বিমানবন্দর থেকে ভৈরবী-সাইরাং রেলপথের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শনি সকালে আইজল বিমানবন্দর থেকে ভৈরবী-সাইরাং রেলপথের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, যেখানে ভোট সেখানেই নজর বিরোধীরদের। অন্যথায় কোনও কিছুরই গুরুত্ব নেই তাদের কাছে।

 

শনিবার সকালে আইজল সরাসরি জুড়ে গেল ভারতের অন্যান্য অংশের। বর্ষণমুখর শনিবারের সকালে আইজল বিমানবন্দর হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে যেতে পারেননি প্রধানমন্ত্রী। তাই আইজল বিমানবন্দর থেকেই এই রেলপথের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। যদিও, উদ্বোধনের মঞ্চ থেকেও নির্বাচনের কথা ভুলে যাননি তিনি। সরাসরি বিরোধীদের আক্রমণ করে মোদি বলেন, “বহু বছর ধরে আমাদের দেশের কিছু রাজনৈতিকদল শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে।

 

তাঁর সেইসব জায়গাতেই রাজনীতি করেছে যেখানে তাদের ভোট এবং আসন বেশি ছিল। এই বিরূপ মনোভাবের কারনে মিজোরাম-সহ সম্পূর্ণ উত্তর-পূর্ব ভারতকে ভুগতে হয়েছে।” বিজেপি এই নীতিতে বিশ্বাসী নয় তা প্রমাণ করতে মোদি বলেন, “আমরা আলাদা পন্থায় বিশ্বাসী। যারা আগে অবহেলিত ছিল তারাই এখন সামনের সারিতে রয়েছে। যাদেরকে আগে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তারাই এখন মূলধারায় যুক্ত হয়েছে।

READ MORE.....