উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের কালি গছ গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এক রহস্যময় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ আকাশ থেকে দুটি তীব্র আলোকপিণ্ড বা উল্কা প্রচণ্ড শব্দে গ্রামে আছড়ে পড়ে। এর পরেই গ্রামের বাসিন্দা গণেশ উড়াও-এর ঘরে আগুন লেগে যায়।
শব্দের তীব্রতায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গণেশবাবুর একটি ঘর ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ভাগ্যক্রমে সেই সময় পরিবারের সদস্যরা অন্য ঘরে থাকায় বড়সড় প্রাণহানি ঘটেনি। পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত ঘটনার তদন্ত শুরু করেছে। এটি প্রকৃতই উল্কা নাকি অন্য কোনো বস্তু, তা নিয়ে এলাকায় জল্পনা তুঙ্গে। পঞ্চায়েত প্রধান ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।













