বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের আকাশে রহস্যময় উজ্জ্বল আলোকরেখা ঘিরে তীব্র আতঙ্ক ও কৌতূহল ছড়িয়েছে। জলপাইগুড়ি থেকে দুই দিনাজপুর—বিস্তীর্ণ এলাকায় দ্রুতগতির এই আলোর ঝলকানি দেখা যায়। এর রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের লহুচর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় কৃষক রাজেশ আলী তাঁর জমিতে প্রায় দুই কেজি ওজনের একটি কালচে-সবুজ পাথর সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ সেটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে একে ‘উল্কাপিণ্ড’ বলে মনে করা হচ্ছে। মহাজাগতিক এই রহস্য উদঘাটনে উদ্ধার হওয়া বস্তুটি বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।













