Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কমিউনিস্ট সরকারকে উৎখাত করেও দ্বন্দ্বের আগুনে পুড়ছে জেন জি!

কমিউনিস্ট সরকারকে উৎখাত করেও দ্বন্দ্বের আগুনে পুড়ছে জেন জি!

কমিউনিস্ট সরকারকে উৎখাত করেও দ্বন্দ্বের আগুনে পুড়ছে জেন জি! অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আপাতত প্রাক্তন বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন জি। কিন্তু যে তরুণ প্রজন্মের হাত ধরে এমন এক পালাবদল দেখল নেপাল, সেই জেন জি’র মধ্যেই এখন ‘গৃহযুদ্ধ’। আগামী দিনে নেপাল সরকারের প্রধান কে হবেন, সেই নিয়ে তরুণ বিপ্লবীদের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে। এমনকি নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে, সেই নিয়েও একমত হতে পারছে না জেন জি।

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণদের মত, “কোনও রাজনৈতিক দল যেন এই বিদ্রোহের ফায়দা লোটার চেষ্টা না করে। আপাতত আমাদের আত্মসম্মান বজায় রেখে দেশের অখণ্ডতা এবং ঐক্য বজায় রাখতে হবে। নেপালি মানুষের স্বার্থ সুরক্ষিত করতে হবে।” বর্তমান সংসদ ভেঙে দিয়ে, সংবিধান সংশোধন করেই নেপালের হাল ফেরাতে হবে, এমনটাই মত বিপ্লবী তরুণদের একাংশের। আরেকপক্ষের মত, তরুণ বিপ্লবীরা সরকারের অংশ হবে না। তবে সরকারের কাজে নজরদারির দায়িত্বে থাকবে তারা। অর্থাৎ আগামী দিনে দুর্নীতিমুক্ত নেপাল গড়তে কীভাবে এগনো দরকার, সেই নিয়ে দ্বিধাবিভক্ত বিপ্লবীরা।

READ MORE.....