বুধবার বহরমপুর মিউনিসিপ্যালিটি প্রাঙ্গণে মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে কর্মস্থলে যৌন হয়রানি নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের একাধিক প্যানেল অ্যাডভোকেট এবং বহরমপুর মহিলা থানার অফিসার ইনচার্জ।
আশা কর্মী থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রের মহিলারা যোগ দেন। সেখানে তাঁদের জানানো হয়, কর্মস্থলে যৌন হয়রানির শিকার হলে কীভাবে আইনগত সহায়তা নেওয়া যায় এবং কোথায় যোগাযোগ করতে হবে।
শুধু যৌন হয়রানিই নয়, শিবিরে আলোচিত হয় বাল্যবিবাহ প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল, শিশুশ্রম বন্ধসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও সচেতনতার বার্তা।