ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী, নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা, তবুও কেন এত প্রশ্ন? বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবভারতীতে লিওনেল মেসির আগমন উপলক্ষে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর রাজ্যের দ্রুত পদক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার পরেও কেন বারবার প্রশ্ন তোলা হচ্ছে, সেই প্রসঙ্গে তিনি বিজেপি-শাসিত রাজ্যগুলির দিকে আঙুল তুলেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন,যুবভারতী ক্রীড়াঙ্গনে যা হয়েছে তার এক ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। পুলিশকর্তা থেকে মন্ত্রী, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও আমাদের কেন বারবার প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে? তিনি মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী মানুষের কাছে ক্ষমা চেয়ে তাঁর দায়বদ্ধতা প্রমাণ করেছেন। বিজেপিকে নিশানা করে তৃণমূল নেতা বলেন, কুম্ভ মেলায় বা দিল্লিতে পদপিষ্ট হয়ে যখন বহু মানুষের মৃত্যু হয়, তখন তো প্রধানমন্ত্রী বা যোগী আদিত্যনাথকে কেউ প্রশ্নের মুখে দাঁড় করায় না? ন্যূনতম ক্ষমা পর্যন্ত কেউ চান না। তিনি বলেন, ১০ বছর হয়ে গেছে এখনো কালো ধন ফেরত আসেনি।
কখনো প্রশ্ন করেছেন মোদিকে । তৃণমূল জনতার সামনে মাথা নত করে বলেই জনতা ভালবেসে ভোটে জেতায় । তৃণমূল জনতাকে গুরুত্ব দেয় । বিজেপি পারে না বলেই তৃণমূলের কাছে হারে । উল্লেখ্য, ১৩ ডিসেম্বর মেসি যুবভারতীতে আসার পর টিকিট থাকা সত্ত্বেও বহু দর্শক দেখতে পাননি বলে অভিযোগ ওঠে। মেসি মাঠ ছাড়তেই গ্যালারিতে বোতল ছোড়া ও তাণ্ডব শুরু হয়। এই ঘটনার পরই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেন।














