ভোটার তালিকায় যদি সত্যিই গরমিল থাকে তাহলে এখনই লোকসভা ভেঙে দেয়া হোক। কারণ গলদে ভরা ভোটার তালিকার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ সব দপ্তরের মন্ত্রীরা জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন । নির্বাচন কমিশনের বক্তব্য যদি সঠিক হয় তাহলে ভোটার তালিকা সংশোধন করে নতুন করে নির্বাচন হোক। এই দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি কলকাতা বিমানবন্দরে বলেন এই ভোটার তালিকা সংশোধন যিনি করেছিলেন যা ভুলে ভরা ভোলা হচ্ছে সেই ব্যক্তি হলেন রাজীব কুমার। নির্বাচন কমিশন কে বলব অবিলম্বে রাজীব কুমারের বিরুদ্ধে এফ আই আর লাগু করতে। তার বিরুদ্ধে আইন মোতাবে ব্যবস্থা নিতে।
মঙ্গলবার দিল্লি যাওয়ার প্রাক্কালে অভিষেক বলেন নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে যেসব অভিযোগ সামনে আনছে নির্বাচন কমিশন তাতে নীতিগত দায় স্বীকার করে কেন্দ্রীয় মন্ত্রিসভা পদত্যাগ করা উচিত। তিনি বলেন ভুল ওই ভোটার তালিকায় যদি বাংলাদেশী অথবা অন্য কোন দেশের নাগরিক থেকে থাকেন তাহলে ফৌজদারী আইনে তৎকালীন নির্বাচন আধিকারিক এর বিরুদ্ধে ফৌজদারি মামলার অজু করা হোক। অভিষেকের দাবি বিজেপি মন্ত্রিসভায় ইসথাফা দিলে সারা দেশের মানুষ স্বাগত জানাবে।তারপর লোকসভা ভেঙে দিয়ে দেশজুড়ে হোক নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ।
তারপরে হোক জাতীয় নির্বাচন। অভিষেকের দিন আরও বলেছেন সোমবার রাজধানীর রাজপথে সংসদরা যেভাবে প্রতিবাদ করেছে ভোটার তালিকার সংশোধন নিয়ে তা সবে শুরু। এখনো আপনারা অনেক কিছু দেখা বাকি আছে। দিল্লিতে রাহুল গান্ধী ও একই কথা বলেছেন।