রেল অবরোধের আগে গ্ৰামে-গ্ৰামে মশাল মিছিল কুড়মি সমাজের। কুড়মি সমাজের রেল অবরোধ কর্মসূচি সফল করতে আজ ও আগামীকাল(বুধ ও বৃহস্পতিবার) গ্ৰামে-গ্ৰামে মশাল মিছিলের ডাক দিলো কুড়মি সমাজ। কুড়মি সমাজের ঘোষিত কর্মসূচি রেল অবরোধের ডাক রয়েছে আগামী ২০ সেপ্টেম্বর। মুলতঃ কুড়মি সমাজ দীর্ঘদিন ধরে জাতিসত্তার আন্দোলন চালিয়ে আসছে।
কিন্তূ, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন কুড়মি সমাজ করে থাকলেও এখনো তাদের মুল যে দাবি, সেই দাবি এখনো পুরণ হয়নি। তাই ২০ সেপ্টেম্বর তিন রাজ্যে রেল অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে কুড়মি সমাজ। সেই আন্দোলন কে সফল করতে এবার আজ ১৭ তারিখ সন্ধ্যা থেকেই গ্ৰামে-গ্ৰামে মশাল মিছিলের ডাক দিয়েছে কুড়মি সমাজ। তাদের উদ্দেশ্য হলো আগামী ২০ সেপ্টেম্বর সমাজের সমস্তস্তরের মানুষ কে সংগঠিতভাবে রেল অবরোধ কর্মসূচিতে সামিল করার।