দালাল ধরে টাকার বিনিময়ে বাংলাদেশে যাওয়ার আগেই গ্রেফতার বাংলাদেশী নাগরিক। উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে টোটোয় করে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে টোটো চালক, এক দালাল সহ একই পরিবারের চার বাংলাদেশীকে গ্রেফতার করল বিএসএফ। মঙ্গলবার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে টাকা দিয়ে ভারতীয় দালাল ধরে টোটোয় করে অবৈধভাবে হাকিমপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশের যাওয়ার সময় বিএসএফ জওয়ানদের নজরে আসে।
তারা টোটোটি আটক করে। টোটোর মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের দুই নাবালক সন্তান ছিল। তারা জেরায় স্বীকার করে তারা বাংলাদেশী। তারা ভারত থেকে বাংলাদেশের বরিশালের বাড়িতে যাচ্ছিল। এরপর আটক বাংলাদেশীদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। টাকার বিনিময়ে চোরা পথে বাংলাদেশে যাওয়ার সাহায্য করায় ভারতীয় দালাল সহ টোটো চালক শাহাজাহান মোল্লাকেও গ্রেফতার করে। ধৃত পাঁচ জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।














