Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তিরুঅনন্তপুরম পেল বিজেপি,উচ্ছ্বসিত মোদি

তিরুঅনন্তপুরম পেল বিজেপি,উচ্ছ্বসিত মোদি

কেরলের রাজনীতিতে ঘটল এক ঐতিহাসিক পটপরিবর্তন। দীর্ঘ ৪৫ বছর পর রাজ্যের রাজধানী তিরুঅনন্তপুরম পুরনিগমের ভোটে বাম শাসনের অবসান ঘটিয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এল বিজেপি। এই ফলকে ‘যুগান্তকারী’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে মোদি তিরুঅনন্তপুরমের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন,তিরুঅনন্তপুরম পুরনিগমের ভোটে বিজেপি-এনডিএ-এর পক্ষে ফলাফল কেরলের রাজনৈতিক ইতিহাসে যুগান্তকারী ঘটনা।

 

প্রধানমন্ত্রীর দাবি, মানুষ এখন উন্নয়নের লক্ষ্যেই গেরুয়া জোটের উপর ভরসা রেখেছে। তিনি জানান, বিজেপি শহরের উন্নয়ন এবং মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে কাজ করবে। কেরলের স্থানীয় নির্বাচনের দ্বিতীয় ধাপে তিরুঅনন্তপুরম পুরনিগমের ১০১টি ওয়ার্ডের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫০টিতে জয় ছিনিয়ে নিয়েছে। এই জয়ের ফলে বিজেপি ক্ষমতা দখলের দোরগোড়ায়।

 

যেখানে বামফ্রন্ট (এলডিএফ) পেয়েছে ২৯টি আসন, সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জয়ী হয়েছে ১৯টিতে। নির্দল প্রার্থীরা জিতেছেন ২টি আসনে। কেরলে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই স্থানীয় নির্বাচনের ফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড়সড় ইঙ্গিত দিল। অন্যদিকে, সামগ্রিকভাবে স্থানীয় নির্বাচনে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)-ও ভালো ফল করেছে।

 

৬টি পুরনিগমের মধ্যে ৪টিতে এবং ৫৪টি পুরসভার অধিকাংশতেই ইউডিএফ জয় পেয়েছে। বিজেপি জিতেছে দু’টি পুরসভায়। প্রাক্তন বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন জানিয়েছেন, মানুষের সমর্থন এখন বিজেপির দিকেই। কেরলের মানুষ এলডিএফ-এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সব মিলিয়ে, এই স্থানীয় নির্বাচন কেরলের রাজনীতিতে নতুন মোড় আনল।

READ MORE.....