আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ২৩ ডিসেম্বর, অর্থাৎ ৭ পৌষ থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা। গত বছর ২০২৪ সালে যাঁরা স্টল নিয়েছিলেন, তাঁরাই গতকাল অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে মেলামাঠে বাঁশের খুঁটি পোঁতার কাজ শুরু করেছেন।
এর পাশাপাশি সমান্তরালভাবে চলছে বিদ্যুৎ সংযোগের কাজ এবং গোটা মাঠজুড়ে আলোর ব্যবস্থা। ইতিমধ্যেই দোকানদারদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। কোথায় কোন স্টল বসানো যাবে, তা খতিয়ে দেখতে মেলামাঠে ভিড় করছেন তাঁরা।














