Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

‘বহিরাগত’ বিতর্কের ব্যাখ্যা দিলেন মমতা

‘বহিরাগত’ বিতর্কের ব্যাখ্যা দিলেন মমতা

‘বহিরাগত বলতে রাজনৈতিক দলগুলিকে বুঝিয়েছি৷ যাঁরা এখানে বাস করেন, তাঁদের সঙ্গে আছি৷ নির্বাচনের সময় বাইরে থেকে অনেককে নিয়ে এসে ফ্ল্যাট কিনে রেখে দেয়, গেস্ট হাউজে রাখে৷ তা নিয়েই আমি কাউন্সিলরদের সতর্ক করেছি৷ সেটারই অন্য ব্যাখ্যা হয়েছে৷’ দার্জিলিং থেকে ভবানীপুরের বিজয়ার সম্মিলনীতে ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে ভবানীপুরে বহিরাগত ঢুকে পড়ছে বলে যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে আজ কালীপূজো উদ্বোধনে গিয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ভবানীপুরে বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল৷

 

বহিরাগত বলতে মুখ্যমন্ত্রী কাদের বুঝিয়েছেন, তা নিয়েও শুরু হয়েছিল জোর জল্পনা৷ গত মঙ্গলবার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ফোনে উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ তখনই তিনি বলেছিলেন, ‘ভবানীপুরে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে প্ল্যান করে। বস্তি ভেঙে বড় বাড়ি করা হচ্ছে। এটা আমি সমর্থন করি না। এগুলো লক্ষ্য রাখতে হবে’। আগামী সোমবার কালীপুজো। তার আগে শুক্রবার থেকেই কয়েকটি কলকাতার নামী কালীপুজোগুলির উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।

 

সূচনা হল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজোর মণ্ডপ থেকে। সেখানে সকলকে উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নজরে আনলেন গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাঁর অভিযোগ, বহিরাগতরা এখানে ঢুকে বড় বড় বহুতল উঠছে আর তার জেরে স্থানীয় বস্তি বাসীকে উচ্ছেদ হতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের নজরদারির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমি কাউন্সিলরদের বলছিলাম, কেন বস্তিগুলোকে তুলে সব ‘বাংলার বাড়ি’ করে দিচ্ছ না কেন? সেটাই তো ভালো হবে। কেউ বাইরে থেকে এসে একটা বাড়ি তৈরি করছে আর বস্তির ২০০ জনকে তাড়িয়ে দেবে, তা কী করে হয়? ওরা কি মানুষ নয়? তারা যে গরিব, সেটা তো দোষের নয়। তাই কাউন্সিলরদের বলছি, এই বিষয়টা নজরে রাখতে হবে।

 

বহিরাগতরা এসে যেন বস্তিবাসীকে উচ্ছেদ করতে না পারে’। এদিন গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পর মুখ্যমন্ত্রী জানবাজারের সম্মিলিত কালীপুজো সমিতি, শেক্সপিয়র সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেছেন। কলকাতাকে ‘নিরাপদতম’ শহর বলে উল্লেখ করে শুক্রবার বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন থেকেই শহরের বিভিন্ন ক্লাবের কালীপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় জানবাজারে কালীপুজো উদ্বোধনে গিয়ে মমতা বলেন, ‘ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি সেফ আছেন? কলকাতায় হলো নিরাপদতম শহর।

 

এটা আমরা বলছি না। এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে।’ বিরোধীদের কটাক্ষ করে মমতা এ দিন বলেন, ‘আর কোথাও এত শান্তিতে থাকতে পারেন? কত ঘটনা ঘটে অন্য রাজ্যে। আমি চাই না, আমাদের রাজ্যে কোনও ঘটনা ঘটুক। কিন্তু যদি কোনও ঘটনা ঘটে, আপনারা বলেন বেঙ্গল সেফ নয়। আপনারা থাকছেন কী করে তা হলে? রোজ রাস্তা অবরোধ করছেন, রোজ কোর্টে যাচ্ছেন? বেঙ্গল সেফ না হলে কোনটা সেফ?’

READ MORE.....