Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাবা হলেন মোহনবাগান অধিনায়ক

বাবা হলেন মোহনবাগান অধিনায়ক

বাবা হলেন মোহনবাগান অধিনায়ক । নিজেই এ কথা জানিয়েছেন তিনি। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী কস্তুরী ছেত্রী। মা-মেয়ে দু’জনেই ভাল আছেন। এ বছর আইএসএলের কাপ জেতার প্রথম বার প্রকাশ্যে আসে যে শুভাশিসের স্ত্রী সন্তানসম্ভবা। ট্রফি নিয়ে স্ত্রী-কে গলার পদক পরিয়ে দিয়ে সমাজমাধ্যমে ঘোষণা করেছিলেন শুভাশিস। অবশেষে তাঁর পরিবারে এল নতুন সদস্য। সমাজমাধ্যমে শুভাশিস লিখেছেন, “ও এল, আমাদের স্বপ্ন পূরণ করল। আমাদের কন্যাসন্তান এসে গিয়েছে।” স্ত্রী-র সঙ্গে নিজের ছবিও দিয়েছেন শুভাশিস।

 

তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সমাজমাধ্যমে শুভাশিস জানান, প্রতিটা ঘাম-রক্ত, উত্থান-পতন, আত্মত্যাগের স্বীকৃতি এই পুরস্কার। খেলার প্রতি শৃঙ্খলা, দায়বদ্ধতা এবং আবেগের স্বীকৃতি পেয়ে খুশি হন শুভাশিস। জাতীয় দলে বাঙালি ফুটবলার কমে যাওয়া নিয়ে একটু হতাশাপ্রকাশ করেন তিনি। বলেন, “আমি চাইব আরও অনেক বাঙালি ফুটবলার উঠে আসুক। বাংলার হয়ে খেলুক এবং দেশের নাম উজ্জ্বল করুক। আমি সব সময় দেশের জন্য নিজের সেরাটা দেব। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

READ MORE.....