Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

শান্তিপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার। বনদপ্তরের হাতে তুলে দিলেন এক ব্যক্তি। নদিয়া জেলার শান্তিপুর শহরের নতুনহাট রাজপুটপাড়া লেন এলাকায় রাস্তায় দেখা মিলল এক বিরল প্রজাতির কচ্ছপের। স্থানীয় বাসিন্দা মন্টু ভবাই প্রথম কচ্ছপটিকে দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং সযত্নে কচ্ছপটিকে তুলে দেন তাদের হাতে।

 

বনদপ্তরের আধিকারিকরা জানান, কচ্ছপটি একটি বিরল প্রজাতির এবং এটি সাধারণত এ অঞ্চলে দেখা যায় না। তাদের ধারণা, প্রবল বর্ষা ও জলের তোড়ে কচ্ছপটি তার স্বাভাবিক আবাসস্থল থেকে সরে এসে এই এলাকায় চলে এসেছে।

READ MORE.....