আবারো ভয়াবহ অগ্নিকাণ্ড। লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। ঘটনায় তীব্র আতঙ্ক গোটা এলাকা জুড়ে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দুটি দমকলের ইঞ্জিন। লাগাতার চেষ্টা চালালেও দাউ-দাউ করে জ্বলছে আগুন। নদীয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার ঘটনা।
ওই এলাকার একটি বহুতলের নিচে শাটার দেওয়া রয়েছে গোডাউন ঘর, যার মধ্যে মজুদ রয়েছে সাবান, শ্যাম্পু, বিস্কুট সহ বিভিন্ন ধরনের দার্য পদার্থ। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে হঠাৎই ওই গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের শিখা। এরপর ভয়ংকর রূপ নেই সেই আগুন। দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যায়। যদিও অসংখ্য মানুষের জমায়েত হয় ঘটনাস্থলে। আশেপাশে রয়েছে একাধিক বাড়ি। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ।
চোখের সামনে আগুন জ্বলতে দেখে অসুস্থ হয়ে পড়ে গোডাউনের মালিক। দমকলের আধিকারিকরা জানান, তারা খবর পেয়ে ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে তাদের। তবে এই আগুন নিয়ন্ত্রণ করতে অনেকটাই সময় সাপেক্ষ। স্থানীয়দের দাবি, যেভাবে আগুন লেগেছে তাতে করে গোটা বহুতল ভেঙে পড়া সম্ভাবনা রয়েছে। তবে কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট করতে পারিনি দমকলের আধিকারিকরা। অন্যদিকে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার সম্ভাবনা।














