Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মন্ত্রী চন্দনাথ এর নাম চার্জশিটে,রাজভবনের অনুমোদন না থাকায় গ্রহণ করল না আদালত

মন্ত্রী চন্দনাথ এর নাম চার্জশিটে,রাজভবনের অনুমোদন না থাকায় গ্রহণ করল না আদালত

রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পরলেও তা গ্রহণ করেনি আদালত। মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আই বহিতভূত সম্পত্তির জন্য ই ডি চন্দ্রনাথ সিনার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। রাজ্য সরকারের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার দুর্নীতির অভিযোগ সামনে আসে কুন্তল ঘোষের একটি খাতা থেকে। সেখানে তার নাম পাওয়া গিয়েছে।

 

সেই সঙ্গে তিনি কুড়িজনদের বেশি ব্যক্তিকে নিয়োগ করার সুপারিশ করেছেন বলে ওই খাতা থেকে জানতে পারা গিয়েছে। এরপর চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে তল্লাশি চালায় ই ডি। সেখান থেকে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়। এরপর তদন্তের জন্য চন্দ্রনাথ সিনহাকে দেখে পাঠায় তদন্তকারীরা। তার পরিবারের লোকেদের সম্পত্তির হিসাবও চাওয়া হয়। দুবার নোটিশ পাঠানো হলেও তিনি আসেননি। এরপরইডি জানায় মন্ত্রীর নামে আদালতে চার্জশিট জমা পড়েছে। এজন্য রাজভবন এখনো পর্যন্ত কোন অনুমোদন দেয়নি। ফলে আদালত চার্জশিটে তার নাম থাকলেও গ্রহণ করেন নি। আগামী কুড়ি আগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

READ MORE.....