Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মানস যাত্রায় চিনে আটকে কয়েকশো ভারতীয়!

মানস যাত্রায় চিনে আটকে কয়েকশো ভারতীয়!

মানস যাত্রায় চিনে আটকে কয়েকশো ভারতীয়! তাঁদের দেশে ফেরাতে বিমান পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিপজ্জনক পরিস্থিতিতে কাঠমান্ডু বিমানবন্দরেই অন্তত ৪০০ ভারতীয় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। একই সময় চিন থেকে এল খারাপ খবর। কৈলাস-মানস সরোবর যাত্রা সেরে ফিরতে গিয়ে আটকে পড়েছেন কয়েকশো ভারতীয়। নেপথ্যে নেপাল সীমান্ত সোমবার থেকে বন্ধ হয়ে যাওয়া। এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।

 

২০২০ সাল গালোয়ান সংঘর্ষের পর থেকে কৈলাস-মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রিত চিন-ভারত সম্পর্কের উন্নতি হওয়ার পরেই আলোচনা সাপেক্ষে এ বছর থেকে ফের যাত্রা চালু হয়েছে। এই সুযোগ হাতছাড়া করতে চাননি বহু ভারতীয় পর্যটক। কিন্তু নেপাল আচমকা অশান্তি শুরু হওয়ায় বিপদে পড়েছেন কৈলাস-মানস সরোবারের অন্তত দু’হাজার পুণ্যার্থী। মঙ্গলবার থেকে চিনের তিব্বত প্রদেশের ছোট্ট গ্রাম ড্রাচেনে আটকে রয়েছেন তাঁরা। অধিকাংশই ভারতীয় বলে জানা গিয়েছে।

READ MORE.....