Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শিবভক্ত পুণ্যার্থীদের সেবায় অনুব্রত

শিবভক্ত পুণ্যার্থীদের সেবায় অনুব্রত

শ্রাবণ মাসের শেষ সোমবার, শিবের জন্মমাসে শিব ভক্তদের পায়ে ব্যথার জন্য ভলিনি জেল লাগাচ্ছেন অনুব্রত, নিজের হাতে কেষ্ট সেবার জন্য পুণ্যার্থীদের দেওয়া হচ্ছে আলুর দম, লুচি, বোঁদে, জল। সেই ছবি ধরা পরল বীরভূমের বোলপুর তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে। চলছে শ্রাবণ মাস। এই মাসেই জন্ম শিবের। হিন্দুধর্মদের অন্যতম বড় উৎসব। শিবভক্তরা গঙ্গা থেকে জল নিয়ে শিব মন্দিরে শিবের মাথায় ঢালছেন। সেরকম ছবি বীরভূমে। কঙ্কালীতলা অথবা কাটোয়ার গঙ্গা থেকে জল নিয়ে বোলপুরের শিবতলা শিব মন্দিরে যাচ্ছেন পুন্যার্থীরা। মাঝেই বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়। সেখানেই উৎসবের মেজাজ।

 

 

প্যান্ডেল বাঁধা হয়েছে। শিবভক্ত পুণ্যার্থীরা রাস্তার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন। সেবা করছেন স্বয়ং আরেক শিবভক্ত অনুব্রত। পুণ্যার্থীরা দীর্ঘ পথ হেঁটেছেন। পায়ে ব্যথা। তাদের ব্যথা দূর করতে অনুব্রত নিজের হাতে ভলিনি জেল লাগিয়ে দিচ্ছেন। এখানেই শেষ নয়, অনুব্রত মণ্ডল নিজের হাতে লুচি, আলুর দম, বোঁদে, জল তুলে দিচ্ছেন। অনুব্রত বলেন, শ্রাবণ মাসের শেষ সোমবার। শিব ভক্তরা কাটোয়া কঙ্কালীতলা থেকে জল এনে শিবতলায় শিবের মন্দিরে গিয়ে ঢালবে। আমাদের পার্টি অফিসের ছেলেরা এখানে প্যান্ডেল করেছেন। খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন। হিন্দুদের একটা উৎসব। বেশ ভালো লাগছে।

READ MORE.....