Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সৌরভের সম্মানহানি? আইনি পথে ‘মহারাজ’

সৌরভের সম্মানহানি? আইনি পথে ‘মহারাজ’

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা এবার গড়াল আইনি লড়াইয়ে। নিজের সম্মানহানি ও মানসিক হেনস্থার অভিযোগ তুলে লালবাজারের দ্বারস্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

কলকাতা পুলিশের সাইবার সেলে ইমেল মারফত অভিযোগ জানিয়ে তিনি দাবি করেছেন, ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি উত্তম সাহা তাঁর বিরুদ্ধে কুরুচিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। দীর্ঘ পেশাগত জীবনে অর্জিত সুনামে এই মন্তব্য আঘাত হানছে বলেই অভিযোগ সৌরভের। বিতর্কের সূত্রপাত গত শনিবার, যখন বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি যুবভারতীতে পা রাখেন। অব্যবস্থার জেরে মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে তাণ্ডব চালায় ক্ষুব্ধ জনতা।

 

ভাঙচুর চলে গ্যালারিতে। মেসির সফরসূচির আয়োজক শতদ্রু দত্তকে নিয়ে যখন উত্তাল ফুটবল মহল, তখনই সৌরভের নাম জড়িয়ে বির্তকিত বয়ান দেওয়ার অভিযোগ ওঠে উত্তমের বিরুদ্ধে। সৌরভের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর কথা বলা হয়েছে। লালবাজারে পাঠানো চিঠিতে সৌরভ স্পষ্টভাবে জানিয়েছেন, এক দশকেরও বেশি সময় ধরে ক্রীড়াবিদ ও প্রশাসক হিসেবে তিনি দেশে-বিদেশে যে সম্মান অর্জন করেছেন, তা ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

 

এই ধরণের কাল্পনিক অভিযোগ তাঁর মানসিক শান্তি নষ্ট করছে। উত্তম সাহার করা ওই মন্তব্যগুলো ঠিক কী ছিল, তার বিস্তারিত বিবরণও পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি। মেসির সফর ঘিরে মাঠের বিশৃঙ্খলা এখন মাঠের বাইরে হাইপ্রোফাইল আইনি লড়াইয়ের রূপ নিয়েছে। সৌরভের মতো ব্যক্তিত্ব সরাসরি পুলিশের দ্বারস্থ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে তিলোত্তমার ক্রীড়া মহলে। আপাতত সাইবার সেল এই অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সবার। শতদ্রু দত্তের বিতর্কিত সফরসূচির ছায়া কীভাবে সৌরভের ওপর গিয়ে পড়ল, তা নিয়েও চলছে জোর আলোচনা।

READ MORE.....