Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

স্বর্গপুরী থিমে ছাতনার জগদ্ধাত্রী পুজোয় মহা চমক

স্বর্গপুরী থিমে ছাতনার জগদ্ধাত্রী পুজোয় মহা চমক

বাঁকুড়া জেলার ছাতনায় এ বছর জগদ্ধাত্রী পুজোয় দেখা মিলছে এক অনন্য স্বর্গীয় আবহের। চারিদিকে মেঘে মোড়া আকাশ, আর তার মধ্যেই যেন ভেসে বেড়াচ্ছে এক অপার্থিব সৌন্দর্যের রাজ্য— নাম তার ‘স্বর্গপুরী’। চন্দননগরের দৃষ্টিনন্দন লাইট, তিরুপতি মন্দিরের দরজা, সঙ্গে মহিষাসুরমর্দিনীর লাইভ অডিও-ভিসুয়াল শো— সব মিলিয়ে যেন পৃথিবীতেই নেমে এসেছে স্বর্গ। প্রায় সাত লক্ষ টাকার বাজেটে তৈরি এই বিশাল থিম মণ্ডপে খুঁটিপুজোর দিন থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এলাকায়। ছাতনা চণ্ডীদাসপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা জানান, “আমাদের লক্ষ্য ছিল এমন কিছু করা, যা মানুষকে ভিন্ন এক অভিজ্ঞতা দেবে— যেন চোখের সামনে খুলে যায় স্বর্গের দরজা।”

 

দুর্গাপুজোর পর বাঁকুড়া জেলায় যতটা উন্মাদনা দেখা যায়, জগদ্ধাত্রী পুজোতেও এখন ঠিক ততটাই উৎসবের রেশ। ছাতনা ব্লক ছাড়াও দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসছেন এই ‘স্বর্গপুরী’ দেখতে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের বিশেষ আকর্ষণ হবে লাইভ ‘মহিষাসুরমর্দিনী’ প্রদর্শনী, যেখানে আলো, শব্দ আর অভিনয়ের মিশেলে ফুটে উঠবে দেবী জগদ্ধাত্রীর ঐশ্বর্য। ছাতনা, যেখানকার নাম জড়িয়ে আছে ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে।

 

বাংলা সিনেমার জনপ্রিয় কমেডি ছবি ‘আশিতে আশিওনা’-র শুটিং হয়েছিল এখানকার শুশুনিয়া পাহাড়ে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও আনন্দপ্রিয় মানুষদের কাছে নতুন চমক নিয়ে হাজির হয়েছে জগদ্ধাত্রী পুজো। দুর্গাপুজোর মতোই জাঁকজমকপূর্ণ এই উৎসব আজ ছাতনাকে পরিণত করেছে আলো, সুর ও আধ্যাত্মিকতার শহরে। দেবী এখন স্বর্গপুরীর সিংহাসনে— আর তাঁর দর্শন পেতেই ভিড় উপচে পড়ছে চারিদিকে।

READ MORE.....