হিমাচল-উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে মৃত অন্তত ১৮। বিদায়বেলায় আরও বিধ্বংসী হয়ে উঠেছে বৃষ্টি। যার জেরে কমপক্ষে ১৮ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ অন্তত ২০ জন। চলতি সপ্তাহে নতুন করে ভারী বৃষ্টির জেরে উপচে পড়েছে নদীগুলি। ভূমিধসে ধুলিসাৎ বহু বাড়ি, ভেঙেছে রাস্তাঘাট।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, রাতভর ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১৫ জনের। পাশাপাশি নিখোঁজ হয়েছেন আরও ১৬ জন। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ এবং ফায়ার ব্রিগেড। ৯০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
সবচেয়ে খারাপ অবস্থা দেরাদুনের। এখানেই মৃত্যু হয়েছে ১৩ জনের। অন্যদিকে হিমাচলপ্রদেশেও হাল বেহাল। সেখানে মান্ডি জেলার ব্রাগতা গ্রামে ভূমিধসের জেরে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের। হড়পা বানে ভেসে গিয়েছে ধর্মপুরের প্রধান বাসস্ট্যান্ড। ভেসে গিয়েছে একাধিক গাড়ি। বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি চারজন নিখোঁজ হয়েছেন বলে খবর।