Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket
Reddit

আলোচনা ছাড়াই ১৭৩ জন চালকের আইডি ব্লক, ক্যাব সংস্থার বিরুদ্ধে ক্ষোভ সংগঠনের

আলোচনা ছাড়াই ১৭৩ জন চালকের আইডি ব্লক, ক্যাব সংস্থার বিরুদ্ধে ক্ষোভ সংগঠনের

কোনও রকম আলোচনা ছাড়াই একতরফা চালকদের আইডি ব্লক করেছে অ্যাপ ক্যাব সংস্থা। তাই ক্যাব সংস্থার অফিস ঘেরাও করে ক্ষোভ জানাল তাদের সংগঠন। সোমবার অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের তরফে নিউটাউনে বেসরকারি গাড়ি পরিষেবা দেওয়া ওই সংস্থার অফিসে বিক্ষোভ দেখান ক্যাবচালকেরা। ঘটনায় প্রকাশ, পুজোর আগে থেকেই চালকেরা সংগঠনের অফিসে এসে ক্যাব সংস্থার তরফে তাদের আইডি ব্লক করার অভিযোগ জানান। প্রথম দিকে এই সংখ্যা কম হলেও কালীপুজোর পর থেকে ক্যাবচালকদের কাছ থেকে ভূরি ভূরি অভিযোগ আসা শুরু হয়। তার পর সংগঠনের তরফে যোগাযোগ করা হয় অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে। জানানো হয় চালকদের অভিযোগের কথা। কিন্তু সেই অভিযোগে কর্ণপাত না করায় অ্যাপ সংস্থার বিরুদ্ধে কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করে সংগঠনটি। কলকাতা শহরে চলাচল করা মোট ১৭৩টি অ্যাপ ক্যাবের আইডি ব্লক করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

সোমবার ব্লক করে দেওয়া আইডি খোলা, ভাড়ার সুনির্দিষ্ট তালিকা তৈরি-সহ পাওনা আদায়ের দাবিতে সরব হয়েছিল তারা। মৌখিক ভাবে অভিযোগ পাঠানোর পাশাপাশি একটি লিখিত অভিযোগও জমা দিয়েছেন অ্যাপ ক্যাব চালকদের সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের সব কথা শোনার পর আগামী শুক্রবার সংগঠনের প্রতিনিধিরা ফের ওই ক্যাব সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কী এমন হল যে, ৫০০০ পরিষেবা দেওয়ার পর এত জন চালকের আইডি ব্লক করা হল? যদি এমন করা হয়, ট্যাক্সিচালকেরা অ্যাপ ক্যাব চালাতে উৎসাহ হারিয়ে ফেলবেন, ফলে বেসরকারি পরিবহণ শিল্পের একটি গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হবে।’’ তিনি আরও বলেন, ‘‘কোনও অপরাধীকে সাজা ঘোষণার আগে তার শাস্তির কারণ জানিয়ে দেওয়া হয়। কিন্তু অ্যাপ ক্যাব চালকেরা এমন কী অপরাধ করেছেন, যাতে তাদের ন্যূনতম কথা বলার সুযোগটুকুও দেওয়া হবে না? আসলে এই পদ্ধতিতে গলদ রয়েছে বলেই আমরা মনে করি। কারণ, ৫-৬ বছর ধরে অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়া চালকদেরও আইডি ব্লক করা হয়েছে। আমরা আমাদের দাবিপত্রের সে কথার উল্লেখ করে দিয়েছি।’’

ঘেরাও কর্মসূচি পালন করা এক অ্যাপ ক্যাব চালকের প্রশ্ন, ‘‘গাড়ি চালকদের ওপর নিদারুণ অত্যাচার চলছে। কোনও রকম আলোচনা বা শুনানি ছাড়াই ১৭৩ জন চালকের আইডি ব্লক করা হয়েছে। ফলে ওই পরিবারগুলির আর্থিক অসহায়তা বাড়ছে। এ ভাবে চললে, আমার মতো অনেকেই কর্মহীন হয়ে পড়বেন।’’ অন্য দিকে, বেসরকারি ক্যাব সংস্থার কাছে ভাড়ার একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে। সেই তালিকায় নির্দিষ্ট দূরত্বের ভাড়া, কমিশন, ওয়েটিং চার্জ-সহ অ্যাপ ক্যাবচালকদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরা হয়েছে। এই সব প্রক্রিয়া সংযোজিত হলে যাত্রী এবং চালকদের পক্ষে নির্দিষ্ট গন্তব্যের জন্য সম্ভাব্য ভাড়ার একটি আগাম ধারণা পাওয়াও সম্ভব হবে।

READ MORE.....

READ MORE

Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani
Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani