Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket
Reddit

মনমোহন সিংহের অবস্থা আশঙ্কাজনক, দিল্লি এমসে ভর্তি করানো হল প্রাক্তন প্রধানমন্ত্রীকে

মনমোহন সিংহের অবস্থা আশঙ্কাজনক, দিল্লি এমসে ভর্তি করানো হল প্রাক্তন প্রধানমন্ত্রীকে

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্র উল্লেখ করে জানিয়েছে, দিল্লি এমসে ভর্তি করানো হয়েছে মনমোহনকে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ হাসপাতালের জরুরি বি‌ভাগে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

মনমোহনের বয়স ৯২ বছর। তাঁর কী সমস্যা হচ্ছে, কেন হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হল, এখনও তা স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রে দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে বলেও তাঁর দফতরের সূত্র উল্লেখ করে দাবি করেছে কয়েকটি সংবাদমাধ্যম।

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এ ছাড়া, পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন মনমোহন।

১৯৯১ সাল থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি অবসর গ্রহণ করেন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা পদেও ছিলেন।

READ MORE.....

READ MORE

Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani
Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani