কিছুদিন আগেই একটা সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলের কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না এবং দল তাকে রেয়াতও করবে না। অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে। তৃণমূল সুপ্রিমোর এই কড়া বার্তার পরেও এক মহিলাকে আইসিডিএসে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল অন্ডাল মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছেন। টাকা দেওয়া নেওয়া নিয়ে মহিলার সাথে তৃণমূল নেত্রীর কথোপকথনের কয়েকটি অডিও ভাইরাল হাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনা সূত্রে জানা যায়, অন্ডাল ব্লকের মদনপুর গ্রামের বাসিন্দা মধুমিতা মুখার্জি নামে এক মহিলাকে আইসিডিএসে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন সুজাতা দেবী।
কাজের জন্য টাকা দিতে হবে বলে ওই মহিলাকে জানান তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী। মহিলা কথামতো টাকাও দেন সুজাতা দেবীকে। কিন্তু টাকা দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। নিজের ও ভাইয়ের বউয়ের কাজের জন্য সুজাতা দেবীকে এক লক্ষ টাকা দেওয়া হয়। কাজ না হওয়ায় ৫০,০০০ টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ করেন ওই মহিলার। মহিলার স্বামী পঞ্চানন মুখোপাধ্যায় তৃণমূলের উখড়া অঞ্চল সভাপতি তথা উখড়া পঞ্চায়েত উপপ্রধান শরণ সাইগলের কাছে সুজাতা দেবীর নামে লিখিত অভিযোগ জানান। শরণ বাবু বলেন, এরকম একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দলের ব্লক সভাপতি ও জেলা সভাপতিকে তিনি জানাবেন বলে জানান। শনিবার পাণ্ডবেশ্বরে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের একাংশ এই বিষয়ে সুজাতা দেবীকে প্রশ্ন করলে, কিছুই জানি না বলে বিষয়টা তিনি এড়িয়ে যান। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। অন্যায় করলে ব্যবস্থা হবে, দল সর্বদা সত্যের পক্ষে আছে বলে জানান তিনি।
এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ-সভাপতি শ্রীদীপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, তৃণমূলের উচ্চস্তর থেকে নিচের স্তর পর্যন্ত নেতা নেত্রীরা এরকম বহু প্রতারণার সঙ্গে যুক্ত, চাকরি দেবার নাম করে প্রতারণা এটা নতুন নয় তৃণমূলের কাছে। তিনি বলেন, যারা শিক্ষিত তারা বেকার, যারা চাকরি পাওয়ার যোগ্য তারা আজ আন্দোলনরত, অথচ টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দিচ্ছে তৃণমূলের নেতা-নেত্রীরা। পাশাপাশি তিনি এও বলেন, আজকের উখড়ার এই ঘটনা প্রকাশ্যে এসেছে যিনি টাকা দিয়েছিলেন তিনি অভিযোগ করেছেন বলে, এরকম বহু ঘটনা আছে যেগুলো অভিযোগ না হওয়ার কারণে প্রকাশ্যে আসে না। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং পুলিশের কাছে আবেদন অনুরোধ করেন এই ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।