উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গাবতলা এলাকার ঘটনা। একটি বিয়ে বাড়িতে এবং পাশে অন্য একটি বাড়িতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িওয়ালা গোপাল পালের ছেলের বিয়ে ছিল শুক্রবার। বিয়ের কাজ সেরে শনিবার বৌভাতের প্রস্তুতি নিচ্ছিল। রাতের সবাই যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই প্যান্ডেলের বাস বেয়ে উঠে দোতালায় ঘরে ঢুকে চারটি মোবাইল এবং নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরেরা।
অন্যদিকে পাশেই দুলাল পাল নামে এক ব্যক্তির বাড়িতে চিলেকোঠার উপর দিয়ে উঠে সোনার গহনা নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে পালালো চোরেরা বলে অভিযোগ। পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এই গ্রামে। পুরো বিষয়টা স্বরূপনগর থানার পুলিশ প্রশাসনকে জানিয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে এই দুটি বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটালো, তদন্ত শুরু করছে স্বরূপনগর থানার পুলিশ।