বাগনান খালোড় গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় একটি বাঘরেল গুরুতর আহত হয়। এলাকার পশুপ্রেমী মহিলা তুহিনা দাস ও কলেজ ছাত্রী অয়ন্তিকা দাস যোগাযোগ করেন উদ্ধারের জন্য। বহু মানুষ বাঘরেলটিকে ঘিরে রীতিমতো হইচই শুরু করে দেয়। কেউ কেউ বাঘ বেরিয়েছে বলতে শুরু করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পরিবেশকর্মী ও খালোড় গ্রাম পঞ্চায়েতের সদস্যা ঝিন্দন প্রধান। তিনি মানুষকে রাজ্য প্রানী বাঘরোল সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেন। কিছুক্ষণের মধ্যেই বন্যপ্রাণ উদ্ধারকারী সুমন্ত দাস, ইমন ধাড়া, সুমন পাঠক, গুরু চক্রবর্তী এসে বাঘরেল টিকে রাস্তা থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
পরবর্তীতে বন বিভাগের কর্মীরা এসে আহত বাঘরেলকে উদ্ধার করে গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে যান। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, রাজ্য প্রানী বাঘরেল সংরক্ষণের মাসেই হাওড়া জেলার বাগনান থেকে এই নিয়ে দ্বিতীয় বাঘরেল গাড়ির ধাক্কায় আহত হয়ে এলাকাচ্যুত হলো। এদের করিডরে স্পিড ব্রেকার ও সচেতনতা বোর্ড বসানো প্রয়োজন।