ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের সাদা-কালো একটি ছবি পোস্ট করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “যিনি লড়াই করতে চাইবেন, তাঁকে আগে মূল্য চোকাতে হবে।” এই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কাকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।