দীর্ঘদিন হল জমি অধিগ্রহণ করেছে ইসিএল। কিন্তু, জমির কোন রেজিস্ট্রেশন হয়নি। জমির বদলে চাকরির বিষয়টি নিয়ে বারবার টালবাহানা করে আসছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের জমিদাতাদের একাংশের। কুমারডিহি গ্রামের মোট ১৬২ একর জমির অতিক্রমণ করে ইসিএল। এরমধ্যে মাত্র তিনজনের হয়েছে জমির বিনিময়ে চাকরি। বাকি জমিদাতাদের জমিগুলিতে কোন গন্ডগোল আছে এই অজুহাতে ইসিএল কর্তৃপক্ষ জমির ক্ষতিপূরণ বাবদ চাকরির বিষয়টি নিয়ে নিশ্চুপ। অন্যদিকে জমির বিনিময়ে চাকরির প্রতিবাদে বেশ কয়েকবার খনির পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখায় জমিদাতারা। কিন্তু কোন কাজের কাজ হয়নি। সোমবার সকাল ন’টা থেকে ফের কুমারডিহি গ্রামের জমিদাতারা বিক্ষোভে নামে। তার জেরে বেশ কিছুক্ষণ ইসিএল-এর পরিবহন বন্ধ হয়ে যায়।
এদিনে আন্দোলনরত জমিদাতা অরুনাভ চট্টরাজ জানান, হঠাৎ করে ইসিএল কর্তৃপক্ষ তাদের বেশ কিছু জমিকে ডিসপিউট দেখিয়ে সেই জমিগুলির বিনিময়ে ক্ষতিপূরণের ব্যাপারে মুখ ফেরায়। কিন্তু জমিদাতাদের একটাই দাবি, যদি জমিগুলোতে কোন গন্ডগোল থাকে তাহলে তা ইসিএল কর্তৃপক্ষ জমিদাতাদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার করুক। ইসিএল বারবার শুধু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোন প্রতিশ্রুতি রক্ষা করেনি, এমনটাই দাবি তার। তিনি এও জানান, যতক্ষণ পর্যন্ত ইসিএলের তরফে কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না, তাদের আন্দোলন চলবে। অবশেষে প্রায় এক ঘণ্টা পর ইসিএল আধিকারিকদের আশ্বাসেই বিক্ষোভ তুলে নেন তারা বলে জানান অরুনাভবাবু।