গড়বেতার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় তিন বছর আগে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে জায়গা করে নিয়েছিলেন। জেলা সম্পাদক থাকাকালীন তার বিরুদ্ধে এক মহিলা গুরুতর অভিযোগ করায় তাকে জেলা সম্পাদক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে দাসের বাঁধ কঙ্কাল কান্ডের অভিযোগ রয়েছে। যে ঘটনায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন এবং জামিনে মুক্ত রয়েছেন। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্মেলনে বিজয় পাল কে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
জেলা কমিটি থেকে আগেই বাদ দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষ কে। তবে রাজ্য কমিটির সদস্য থেকে তাকে বাদ দেওয়া হয়নি। সিপিএমের রাজ্য সম্মেলনের দিকে তাকিয়ে ছিলেন রাজনৈতিক মহলের মানুষ জন। অবশেষে রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলার একসময়ের দাপুটে নেতা সুশান্ত ঘোষ কে। সিপিএমের রাজ্য সম্মেলনে ৮০ জনের রাজ্য কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিতে জায়গা হয়নি সুশান্ত ঘোষের। এক সময় গড়বেতা, চন্দ্রকোনা রোড, শালবনি, কেশপুর, চন্দ্রকোনা টাউন এলাকায় যার কথায় বাঘ আর গরু এক ঘাটে জল খেতেন, সেই প্রভাবশালী সিপিএম নেতাকে এবার দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিলো দলের রাজ্য নেতৃত্ব। ফলে এখন থেকে আর কোন পদে থাকলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা সুশান্ত ঘোষ।