পূর্ণবাসন ছাড়াই রেলের উচ্ছেদ অভিযান। অবশেষে তৃণমূলের বাধায় পিছু হটলো রেল কর্তৃপক্ষ। অমৃত ভারত প্রকল্পের মধ্যদিয়ে দক্ষিণ -পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা রেল শহরে উচ্ছেদ অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ। রেল শহর আদ্রা নর্থ সাইডে দীর্ঘ প্রাচীন বাজার রয়েছে। সেখানে কয়েকশো দোকানে রয়েছে। অভিযোগ, সেই দোকান সরানোর জন্য দোকানদারদের নোটিশ দেওয়া হলেও তারা সেখান থেকে দোকান সরাইনি। দোকান মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে রেলের এই জায়গায় তাঁরা ব্যবসা করে আসছেন। বিনা কোনো পূর্ণবাসন ছাড়াই তাদের উচ্ছেদ করতে চাইছে রেল কর্তৃপক্ষ। এদিন রেল কর্তৃপক্ষ আরপিএফ-কে সঙ্গে নিয়ে সেখানে উচ্ছেদ শুরু করে। একই সাথে জেসিবি দিয়ে বেশ কয়েকটি দোকান ভাঙা শুরু করলে স্থানীয় তৃণমূলের বাধায় মুখে পড়েন তাঁরা।
এদিন ঝামেলায় এড়াতে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য পুলিস। উল্লেখ্য, আদ্রা রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। আদ্রাকে মডেল রেলস্টেশন গড়ে তোলার কাজ চলছে। তার জন্য রেলের জায়গায় থাকা বিভিন্ন দোকানপাট সরানোর জন্য উদ্যোগী হন। তৃণমূলের দাবি, রেলের উন্নয়ন হোক তবে ব্যবসায়ীদের পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ করা যাবে না। এর পরেই রীতিমতো রেলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। এদিন বিক্ষোভের পর পিছু হটে রেল।