বুধবার মহা শিবরাত্রি উপলক্ষে কালনা রাজবাড়ী এবং ১০৮ শিব মন্দিরে ভক্তদের ভীড় ছিলো চোখে পড়ার মতন। কালনা এবং কালনার বাইরের বহু মানুষ আসে শিবের মাথায় জল ঢালতে, পূর্ণ লাভের আশায়। সকাল থেকেই দেখা যায় বহিরাগত পূর্ণ্যা র্থীদের ভীড়।
১০৮ শিব মন্দির এবং রাজবাড়ীতে, প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। ভক্তদের কোনো রকম অসুবিধা না হয়, সেই ব্যাপারেও নজর দেয় প্রশাসন। উপ পৌরপিতা তপন পোড়েল বলেন, কালনা পৌরসভা এবং কালনা পুলিশ প্রশাসনের তরফ থেকে রাজবাড়ী এবং ১০৮ শিব মন্দিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।