গোপনে খবর পেয়ে সরকারি বাসের তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা ও দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। এই ঘটনায় বড়সড় সাফল্য পেল রামনগর থানার পুলিশ। রামনগর থানার ওসি অমিত দেব জানিয়েছেন, গোপনে খবর পেয়ে ওৎ পেতে ছিলাম রামনগর থানার সামনেই। দীঘা থেকে আসানসোল গামী সরকারি বাসটি রামনগর থানার সামনে এলে আটকে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশিতে ২৫ কেজি গাঁজা উদার হয়। পাশাপাশি বর্ধমানের বাসিন্দা পাপ্পু চৌধুরী, লাচ্ছা শর্মা, শকুন্তলা রাজবংশী কে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত আছে জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে পাঠালে বিচারক তাদের তমলুক নারকোটিক আদালতে পাঠায়। সেখানে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।