ক্রিস্তিয়ানো রোনালদোর ফ্রি-কিকে বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টি পেল আল নাস্র। দলটির জার্সিতে সাধারণত পেনাল্টি নিয়ে থাকেন তিনিই। তবে পর্তুগিজ মহাতারকা সুযোগ করে দিলেন সাদিও মানেকে। সফল স্পট কিকে ৯ ম্যাচের গোল-খরা কাটালেন সেনেগালের ফরোয়ার্ড। সেটিই হয়ে রইল ম্যাচের শেষ কিক। তার আগে অবশ্য একটি গোল করেন রোনালদো নিজেও।সৌদি প্রো লিগে মঙ্গলবার এই দুই তারকার দুটি গোলে আল ওয়েহদাকে তাদের মাঠেই ২-০ ব্যবধানে হারায় আল নাস্র।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮তম মিনিটে সতীর্থের ক্রসে ছুটে গিয়ে ছয় গজ বক্সে হেডে দলের প্রথম গোলটি করেন রোনালদো। তার ক্যারিয়ার গোল সংখ্যা হলো ৯২৫টি, হাজার গোলের মাইলফলক থেকে আর ৭৫টি দূরে।এবারের লিগে ২১ ম্যাচে ১৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১৮ ম্যাচে ১৬ গোল নিয়ে দুইয়ে আছেন তার সাবেক রেয়াল মাদ্রিদ সতীর্থ, আল ইত্তিহাদের কারিম বেনজেমা।
এই মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্রের হয়ে রোনালদোর মোট গোল এখন ২৫টি।স্টেডিয়ামে যাওয়ার পথে আল নাস্রের টিম বাস বিকল হয়ে পড়ায় ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর।লিগে গত রাউন্ডে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরল আল নাসের। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ, একটি ম্যাচ কম খেলেছে তারা