সিবিআই চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জি নয় ওটা ভাইপোই। সিবিআইয়ের কাজ নেই, এটা নির্দিষ্ট যে ওটাই অভিষেক ব্যানার্জি যা সবাই জানে। কাগজেই তো আছে লিপ্স এন্ড বাউন্সের সিইও তো সুজয় কৃষ্ণ ভদ্র (কাকু)। আবার তার চেক পাওয়ার অভিষেক ব্যানার্জির নামে এটা তো পরিষ্কার। উনি সঞ্জয় বোস কে দিয়ে চিঠি না করিয়ে সরাসরি যদি ক্ষমতা থাকে তা হলে সিবিআই কে চিঠি করুন।
এদিন রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় শিবরাত্রি উপলক্ষ্যে গিয়ে সনাতনী ভক্তদের ফল বিতরণের পাশাপাশি মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, আমাকে হিন্দুরা জিতিয়েছেন তাই সময় হিন্দু হিতে কাজ করবো। আগামী ৬ এপ্রিল রাম নবমীর দিন নন্দীগ্রামের রাম মন্দিরের স্থাপনের শিল্যানাশ করবো। সোনাচুড়া কে রাম মন্দির উপহার দেব। যারা আমাকে ভোট দিয়েছেন তারা হিন্দু। অন্য কারোর বিধায়ক আমি না। আমি সকলের বিধায়ক নই, আমি শুধু হিন্দুদের বিধায়ক।