খড়ের গাদা থেকে কন্যাভ্রূণ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বটুন মাহিষ্যপাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে খড়ের গাদার পাশে প্রায় ৭ থেকে ৮ মাসের একটি মৃত কন্যাভ্রূণ পড়ে থাকতে দেখেন গ্রামের কিছু বাসিন্দা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ জড়ো হন। স্থানীয়দের ধারণা, পাশের পুকুরে ফেলার পর ভ্রূণটি কোনও কুকুর টেনে এনে সেখানে রেখে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পতিরাম থানার পুলিশ। এরপর মৃত ভ্রূণটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি অবৈধ গর্ভপাতের ঘটনা হতে পারে, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে খোঁজখবর নেওয়া হচ্ছে। সেই সঙ্গে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।