ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের বাঘুয়াশোল, জুনশোলা সহ বিভিন্ন গ্রামে গিয়ে শনিবার বাংলা আবাস প্রকল্পের উপভোক্তারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন কিনা, তা খতিয়ে দেখেন পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকর প্রসাদ দে। প্রসঙ্গত, বাংলা আবাস প্রকল্পে বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের একাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেছে। সেই সব উপভোগতারা বাড়ি তৈরীর কাজ শুরু করেছেন কিনা, তা তিনি খতিয়ে দেখেন। এর পাশাপাশি যারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন কিভাবে তারা বাড়ি তৈরি করছেন, তাও তিনি বাড়ি-বাড়ি গিয়ে দেখেন এবং উপভোক্তাদের সাথে কথা বলেন।
পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকর প্রসাদ দে বলেন, যাদের একাউন্টে বাংলা আবাস প্রকল্পের টাকা ঢুকে ছিলো তাদের মধ্যে তিনজন এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেনি। বাকিরা সবাই বাড়ি তৈরির কাজ শুরু করেছে। যে তিনজন উপভোক্তা বাড়ি তৈরির কাজ এখনো শুরু করেননি তাদেরকে বোঝানো হয়েছে এবং দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি ওই তিনজন উপভোক্তা দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।