মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হয়ে গেল দিনহাটায়। শনিবার সকালে এই উদ্যোগ নিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রাথমিকভাবে এই স্ক্রুটিনির কাজের সূচনা হয় দিনহাটার ১৫ নম্বর ওয়ার্ডে। এদিন ওয়ার্ড কাউন্সিলার সমীর সরকার ও অন্যান্যদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান উদয়ন। সেখানে ভোটার লিস্ট হাতে মিলিয়ে নেন ভোটারদের নাম। আবার কোনও কোনও ক্ষেত্রে ভোটারের নামে সংশয় থাকলে দলীয় কর্মীদের মাধ্যমে অনলাইনে ভোটার কার্ডের নথি যাচাই করিয়ে নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
এদিন উদয়ন গুহ জানান, দিল্লি, মহারাষ্ট্রে যেভাবে ভুয়ো ভোটারের সাহায্যে ক্ষমতায় এসেছে বিজেপি, এখানে তা পারবে না। আর সেকারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ ভোটার তালিকা স্ক্রুটিনি করতে বেরিয়েছি। দিনহাটার ১৫ নম্বর ওয়ার্ড থেকে শুরু হলেও পুরো জেলাজুড়ে এই কর্মসূচি চলবে।