শনিবার কলকাতা যাদবপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় গড়বেতা তিন নম্বর ব্লকের রসকুন্ডু এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা জ্ঞানাঞ্জন মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, শান্ত বাংলাকে অশান্ত করে তোলার জন্য এসএফআইয়ের হার্মাদ গুন্ডাবাহিনী শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর উপর অকথ্য হামলা চালিয়েছে, তার গাড়ি ভাঙচুর করেছে।
যে ঘটনা অতি নিন্দনীয়, শিক্ষামন্ত্রীর উপর হামলাকারী এসএফআই হার্মাদ গুন্ডাবাহিনী সদস্যদের গ্রেফতার করতে হবে। বাংলাকে অশান্ত করার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি দাবি জানান। বাংলার মানুষ যাদের বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রত্যাখ্যান করেছে, তারা আবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলা জুড়ে অশান্তি সৃষ্টির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। দলের সমস্ত নেতৃত্ব ও কর্মীদের তিনি সজাগ থাকার আহ্বান জানান এবং ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।