রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতিমধ্যেই চলে গিয়েছিল এই দুটি দল। তাই এই ম্যাচটা তাদের কাছে কার্যত ছিল নিয়মরক্ষার ম্যাচ।ম্যাচে জেত বা হারার উপর অবশ্য নির্ভর করছিল সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে। ফলে এই ম্যাচটা দুটি দলের কাছে একটু প্রথম একাদশ নিয়ে ছিল পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার ও ম্যাচ।ভারত তাদের প্রথম একাদশ সাজিয়েছিল চার স্পিনার এবং এ পেসারকে নিয়ে। এই ম্যাচেই প্রথমবার খেলার সুযোগ পান বরুন চক্রবর্তী। বল হাতে বেশ নজর কেড়েছেন তিনি। নিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট। নিজের ১০ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ভারতের জয়ের পথে প্রশস্ত করেন বরুন। তৃতীয় ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ উইকেট নেওয়ার ও নজির গড়েছেন তিনি।ভারতের বোলিংয়ের বিরুদ্ধে একমাত্র ব্যাট হাতে রুখে দাঁড়ান কেন উইলিয়ামসন। তিনি ৮১ রান করে লড়াইটা ভারতীয় ক্যাম্পে পৌঁছে দেন।তবে তিনি আউট হতেই ভারতের ম্যাচে জয় কার্যত নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ৪৪ রানে জিতেছে ভারত।
২০৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অন্যদিকে নিউজিল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ভারত ৪ মার্চ তাদের সেমি ফাইনাল খেলবে দুবাইতে। আর অপর সেমিফাইনালটি হবে লাহোরে।এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির বোলিং দাপটে ভারত এদিন ২৪৯ রানের বেশি করতে পারেনি। ম্যাট হেনরি এদিন ও নিয়েছেন পাঁচটি উইকেট। আর অন্যদিকে শ্রেয়সী আইয়ারের ৭৯ রানের ইনিংসে ভর করে ভারত ২৪৯ রান করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের রান তাড়া করে নেতৃত্ব দেন কেন উইলিয়ামসন।
দুই দলের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। দুবাইয়ের ম্যাচটি আজ ভারত-নিউজিল্যান্ডের কাছে শীর্ষে ওঠার লড়াই। সেই লক্ষ্যে খেলতে নেমে সুবিধা করতে পারেনি ভারত। প্রথমে ব্যাটিং করে ২৪৯ রান সংগ্রহ করেছে তারা।চ্যাম্পিয়নস ট্রফিতে টানা দুই ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করা ভারত আজ শুরুতেই ধাক্কা খায়। দলীয় ৩০ রানে ৩ উইকেট হারায় তারা। এর মধ্যে সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি পাওয়া কোহলি আউট হন ১১ রানে। ম্যাট হেনরির বলে তার কাট শট দারুণ ক্ষিপ্রতায় তালুবন্দি করেন গ্লেন ফিলিপস।
ব্যাকওয়ার্ড পয়েন্টে পাখির মতো ছো মেরে ক্যাচটা তালুবন্দি করেন এমন ক্যাচকে অভ্যাসে পরিণত করা কিউই অলরাউন্ডার।
কোহলির অবিশ্বাস্য ক্যাচের আগে ফিরেছেন দুই ওপেনার রোহিত (১৫) ও শুবমান গিল (২)। তবে চতুর্থ উইকেটে ৯৮ রানের দারুণ এক জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভিত এনে দেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। তবে অক্ষর ৪২ রানে আউট হওয়ার পরেই আবারও বিপদে পড়ে ভারত।নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সর্বশেষ টি-২০ বিশ্বকাপজয়ীরা।
এতে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৯ রানে থামতে হয় ভারতকে। এই রানও হতো না যদি শেষ দিকে বলে বলে ৪৫ রান না করতেন হার্দিক পান্ডিয়া। ৪ চার ও ২ ছক্কার ইনিংসের আগে অবশ্য ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শ্রেয়াস। পান্ডিয়ার মতোই সমান ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন মিডল অর্ডার ব্যাটার।ভারতকে আড়াই’শর নিচে অলআউট করার পথে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি।