দেশের অন্যতম ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা সহ একাধিক দাবিতে শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভের সময় যেভাবে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি ছাত্র-ছাত্রীদের উপর দিয়ে জোর করে চালিয়ে দেওয়া হয়েছে, তা এক নৃশংস বর্বরোচিত ঘটনা। আহত ২ জন ছাত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবিতে, কলেজ বিশ্ববিদ্যালয়ের থ্রেট কালচার ও দুর্নীতি চক্র ও অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে এবং দুর্নীতি চক্রের শিকার অভয়ার ন্যায় বিচারের দাবিতে ছাত্র সংগঠন এআইডিএসও’র ডাকে রাজ্যজুড়ে রবিবার বিক্ষোভ কর্মসূচি এবং সোমবার ৩ মার্চ কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘটের সমর্থনে এবং যাদবপুরের এই নৃশংস ঘটনার প্রতিবাদে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও মেছেদাতে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। পাঁশকুড়ার মিছিলে নেতৃত্ব দেন এআইডিএসও ছাত্র সংগঠনের জেলা সম্পাদিকা নিরুপমা বক্সি এবং মেছেদার মিছিলে নেতৃত্ব দেন ছাত্র সংগঠনের জেলা সভাপতি শুভজিৎ অধিকারী।