Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket
Reddit

মোদীর আমলে গুণমান পরীক্ষায় ডাহা ফেল ১৪৫ নামী ওষুধ! – মাথায় হাত আমজনতার

মোদীর আমলে গুণমান পরীক্ষায় ডাহা ফেল ১৪৫ নামী ওষুধ! – মাথায় হাত আমজনতার

মোদী-জমানায় ফেল প্রকাশ্যে এল বাজারজুড়ে ত্রুটিপূর্ণ ওষুধের রমরমার চিত্র। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পরীক্ষায় অকৃতকার্য প্রেসার, এলার্জি, বমিসহ একাধিক সমস্যায় ব্যবহৃত প্রায় ১৪৫টি ওষুধ। এই খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসক মহল।

উক্ত রিপোর্ট দেখা গিয়েছে পরীক্ষা হওয়া ১৪৫টি ওষুধের মধ্যে ৯৩টি ওষুধকে ‘প্রত্যাশিত গুণমানের নয়’ বলে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন রাজ্যের ল্যাবে। এছাড়াও গুণমানের পরীক্ষায় ৫২টি ওষুধকে ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বলা হয়েছে কেন্দ্রের বিভিন্ন ল্যাবে। বাজারে যে সমস্ত ওষুধ রয়েছে তাদের গুণগত মান যাচাই করার জন্য প্রতি মাসে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন সিডিএসসিও-র আধিকারিকরা। সেই রিপোর্ট সামনে আসতেই চিকিৎসকদের চক্ষু ছানাবড়া!ডাহা ফেল হওয়া ওষুধের তালিকায় রয়েছে টেলমা এএম (ব্যাচ নম্বর ৫২৪০৩৬৭) ও অন্ডেম-৪ (ব্যাচ নম্বর ২৪৪৪১৪৫১)। এছাড়াও রয়েছে শিলিগুড়ির সংস্থা ‘ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস’-এর রিঙ্গার্স ল্যাকটেটের (স্যালাইন) নামও।

এই বিভিন্ন ব্যাচের ওষুধ এবং স্কিন কেয়ার প্রোডাক্ট গুলি তৈরি হয়েছে মূলত হিমাচল প্রদেশের সোলান, বাদ্দি, কসউলি, কাংড়া, উত্তরাখণ্ডের রুরকি, দেরাদুন, পদুচেরি, তামিলনাড়ুর শ্রীনিবাসপুরম, চেন্নাই , হরিয়ানার যমুনানগর, গুজরাটের সুরেন্দ্রনগর, রাজকোট, মহারাষ্ট্রের পালঘর, জম্মু , মধ্যপ্রদেশের ইন্দোর, অন্ধ্রপ্রদেশের কুরনুল, মুম্বই , বেঙ্গালুরু, হায়দরাবাদ, পঞ্জাবের মোহালি, অমৃতসর , সিকিমের নামচি, তিরুঅনন্তপুরম, চীনের গুআংঝাউ-এর বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানায়।

পাশাপাশি, এরাজ্যে ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল টেলমিসারটান, (হার্টের সমস্যায় রোগীদের রোগীদের দেওয়া হয়), অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভিউনেট। রয়েছে রিজেন্ট অজন্তা বায়োটেকের অ্যাসিক্লোফেনাক এবং ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট (১০০ এমজি/৮০ এমজি), সেটিরিজিন হাইড্রোক্লোরাইড এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, জ্যাকসন ল্যাবরেটরিজের বিটাহিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড ট্যাবলেট আইপি, উইংস বায়োটেকের তৈরি প্যারাসিটামলও।

READ MORE.....

READ MORE

Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani
Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani