এক বাংলাদেশীসহ মোট তিনজনকে গ্রেফতার করল হিলি থানার পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে তোলা হয়। পাশাপাশি এ বিষয়টি নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ।
জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশির নাম শ্যাম কুমার সাহা (৪২)। বাড়ি বাংলাদেশের নওগাঁ এলাকায়। অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনি জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে ফেলেছিলেন। অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর হিলি ব্লকের ডাবরা এলাকার বাসিন্দা অমৃত দাস নামে এক ভারতীয় বাসিন্দার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন। পাশাপাশি তাকে অবৈধভাবে আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করতে সাহায্য করেছিল আলোক পাল নামে আরেক ভারতীয় নাগরিক। আলোক পাল পেশায় একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মী। ২২ হাজার টাকার বিনিময়ে ঐ বাংলাদেশি নাগরিকের ভারতীয় প্যানকার্ড ও আধার কার্ড তৈরি করে দিয়েছিলেন। পুলিশি জেরায় তিনি এ কথা স্বীকারও করেছেন। তাদের দুজনকেও আটক করেছে হিলি থানার পুলিশ। পাশাপাশি এই চক্রের পেছনে আর কেউ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
এবিষয়ে ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ জানান,
‘গোপন সূত্রে আমরা খবর পেয়েছিলাম একজন বাংলাদেশী নাগরিক হিলি এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে রয়েছেন। সেখানকার বিভিন্ন কার্যকলাপের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। ঘটনার তদন্তে নেমে আমরা জানতে পারি হিলি এলাকারই বাসিন্দা অমৃত দাসের বাড়িতে তিনি থাকছিলেন। সেখানে তিনি মাছের দেখাশোনার কাজ করতেন। পরবর্তীতে আমরা আরো জানতে পারি অমৃত দাসের সহযোগিতায় তিনি জাল আধার কার্ড ও প্যান কার্ড বানিয়েছিলেন। যার কাছ থেকে জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তিকেও আমরা আটক করি। তার নাম অলক পাল। ধৃত তিন জনকে আদালতে তোলা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’