এবার রেলের নিয়োগে অনিয়মের অভিযোগ! বিতর্কের জেরে বাতিল করা হল গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ। নয়া নির্দেশিকা জারি করে বাতিলের ঘোষণা করল ভারতীয় রেলওয়ে বোর্ড। বুধবার সমস্ত রেলওয়ে জ়োনের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশিকা।
ওই নির্দেশিকায় জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে চাকরির ক্ষেত্রে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ ওঠায় বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না, এই কথাও জানানো হয়েছে নির্দেশিকায়।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে বুধবার সমস্ত রেলওয়ে জ়োনের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় স্পষ্টভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে।