কেরলের ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। জানা গিয়েছে, ওয়েনাডের দুর্ঘটনায় ইতিমধ্যে ২৫৬ জনের মৃত্যু ঘটেছে। আহতের সংখ্যা ২০০ পার। কেরালায় যত ধসের ঘটনা ঘটেছে তার মধ্যে এটি বৃহত্তম বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এবার কেরলের ধসবিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে যাচ্ছে তৃণমূল।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে জানান, ওয়েনাডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এটি একটি গভীর বিপর্যয়। মানবিকতার স্বার্থে আমাদের দুই সদস্যের প্রতিনিধি দল যাবে সেখানে। এই দলে থাকবেন সাংসদ সাকেত গোখলে এবং সুস্মিতা দেব। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবে এই প্রতিনিধি দল, সেখানে তাঁরা দুদিন থাকবে এবং যাবতীয় সহায়তার কাজ দেখবে।
প্রসঙ্গত, কেরলের এই ভয়াবহ ধসের ঘটনায় ইতিমধ্যে ২৫৬ জনের মৃত্যু ঘটেছে। আহতের সংখ্যা ২০০ পার। ২২০ জন মানুষ এখনও নিঁখোজ রয়েছেন। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই এক হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ১৫০০-র বেশি সেনাবাহিনী টানা উদ্ধারকাজ চালাচ্ছে। মৃত এবং আহতের পরিমান আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।