সাগরদিঘী সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে টানা তিন দিন কর্ম বিরতির পর অবশেষে সমস্ত অভিযোগ স্বীকার করে সমস্ত দাবি মেনে নিলেন এ.ডি.এস.আর অফিসার।
সাগরদিঘী সাব রেজিস্ট্রি অফিসে এ.ডি.এস.আর এর বিরুদ্ধে বিভিন্ন ক্ষত্রে ঘুষ নেওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগে টানা ৩ দিন ধরে বিক্ষোভ দেখান মোহরাররা।
মঙ্গলবার সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের একটি প্রতিনিধি দল যায় এবং সাগরদিঘী সাব রেজিস্ট্রি অফিসে এ.ডি.এস.আর সৌমিত্র সরকার এর সঙ্গে কথা বলেন কেন দুর্নীতির অভিযোগ উঠছে।
এ.ডি.এস.আর সৌমিত্র সরকারের ও সমস্ত মোহরারদের নিয়ে
দীর্ঘক্ষণ আলোচনা করেন বিধায়ক প্রতিনিধি। এবং সমস্ত অভিযোগ স্বীকার করে মোহরারদের দাবি মেনে নেয় এ.ডি.এস.আর সৌমিত্র সরকার, অফিসার আরও জানান আমরা পিছনের কথা ভুলে গিয়ে সবাই নতুন ভাবে আবার কাজ শুরু করবো। কোন দুর্নীতির সঙ্গে যুক্ত হবো না।