আছে ২০২৬ বিধানসভা ভোট। এর আগেই নেতৃত্ব ঘোষণা করেছেন -‘খেলা হবে।’ ভোটের খেলা শুরু হওয়ার আগেই যাদবপুর কান্ড নিয়ে মুখ খুলেছিলেন মদন মিত্র। তারপরেই বেলঘরিয়ায় শুটআউট কান্ড। সব মিলিয়ে এই মুহূর্তে। বিতর্কের কেন্দ্রে মদন মিত্র। এবার আবার তিনি সামনে আসলেন বিতর্কে। ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিংকে নিয়ে করলেন কড়া মন্তব্য। অর্জুন সম্পর্কে মদন স্পষ্ট বললেন, ”কামারহাটিতে ঢুকতে চাইলে, ঢুকতে পারবে, কিন্তু বেরতে আর পারবে না।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি, বেলঘরিয়ায় শুটআউটে গ্রেপ্তার-সহ সাম্প্রতিক একাধিক ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলেছে। তারমধ্যে আবার নতুন কান্ড।
এসবের মাঝে বারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপির অর্জুন সিং আবার তৃণমূল-সিপিএমের ‘গট আপ’ তত্ত্ব সামনে এনেছিলেন। তা মোটেই পছন্দ হয়নি শাসকদলের নেতানেত্রীদের। এরই জবাব দিতে গিয়ে মদন মিত্র বলেন, ”অনেকে এখানে ঢুকে দাঙ্গা তৈরির চেষ্টা করছে, সব বুঝতে পারছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে অশান্তির চেষ্টা হচ্ছে। কিন্তু এখানকার জনতা খুব সচেতন। জেনে রাখুন, অর্জুন সিং যদি নিজের এলাকা ছেড়ে এখানে এসে কিছু করতে চায়, তাহলে এখানে ঢুকতে পারবে, কিন্তু বেরতে পারবে না। কে অর্জুন? বিজেপিই তো ওকে বসার চেয়ার দেয় না। আগে নিজের জায়গা ঠিক করুক, তারপর অন্য জায়গার কথা ভাববে।” তবে এর পাল্টা কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত অর্জুন সিং দেন নি।