সারা বাংলা জুড়ে প্রতিবাদ দিবসে মঙ্গলবার হাওড়ায় এসইউসিআই (সি) এর প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রের উপর দিয়ে মন্ত্রীর কনভয়ের গাড়ি চালিয়ে দেওয়ার প্রতিবাদে, কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন ও থ্রেট সিন্ডিকেট বন্ধের দাবিতে, গত ৩রা মার্চ ছাত্র সংগঠন এআইডিএসও’র রাজ্যব্যাপী ছাত্র ধর্মঘটের দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শাসক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ আশ্রিত গুন্ডাবাহিনীর ব্যাপক হামলার প্রতিবাদে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদরত মহিলা কর্মীদের কোতোয়ালি থানায় তুলে নিয়ে গিয়ে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে’ মঙ্গলবার ১১ মার্চ এসইউসিআই (সি) এর রাজ্য কমিটির পক্ষ থেকে সারা বাংলায় প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়।
এই প্রতিবাদ দিবস উপলক্ষে এদিন বিকাল ৪টেয় হাওড়া ময়দান থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। হাওড়া সদর জেলা কমিটি এসিউসিআই (কমিউনিস্ট) এর সম্পাদক সৌমিত্র সেনগুপ্ত বলেন, সারা ভারত ডিএসও’র ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুরে কোতোয়ালি থানার মধ্যে ছাত্রীদের উপর ব্যাপক পুলিশি আক্রমণ, তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তাদের গায়ে মোমবাতি ছ্যাঁকা দেওয়া হয়েছে। তাদের পায়ের উপর বুট পড়ে দাড়ানো হয়েছে।
এমনকি মুখে বুটের লাঠিও মারা হয়েছে। এই জঘন্য অত্যাচারের প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে এদিন সারা বাংলা জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে। সেই প্রতিবাদের কর্মসূচি হিসেবে আজ আমাদের এই প্রতিবাদ মিছিল। উল্লেখ্য, এদিন বিকেল চারটে নাগাদ এসইউসিআই(সি) কর্মীরা হাওড়া ময়দান চত্বর থেকে মিছিল শুরু করে কদমতলা পর্যন্ত যান। দোষী পুলিশ অফিসারদের শাস্তির দাবি জানানো হয় মিছিল থেকে। এর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লেখা হয়।